আজ বৃহস্পতিবার জাতীয় পার্টির মহাসচিব ও সংসদ সদস্য মুজিবুল হকের সুপারিশে ছাত্র সমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন দিয়েছেন পার্টির চেয়ারম্যান জি এম কাদের। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে গত ২৯ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।