রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখার ঘোষণা জামায়াতের
বাংলাদেশ জামায়াতে ইসলামী বলেছে, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা সাংবিধানিক অধিকার। সংবিধান অনুযায়ী প্রতিটি নাগরিকের সভা, সমাবেশ ও মিছিল করার অধিকার আছে। সুতরাং জামায়াতকে বাধা দেওয়ার সুযোগ নেই। জামায়াতে ইসলামী রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাবে।
মঙ্গলবার সন্ধ্যায় এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান তাঁদের রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখার ঘোষণা দিয়ে এ কথা বলেন।
গত রোববার আপিল বিভাগ রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে দেওয়া নিবন্ধন অবৈধ বলে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দেন। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ (ডিসমিসড ফর ডিফল্ট) দেন।
আপিল বিভাগের আদেশের প্রতিক্রিয়ায় আয়োজিত ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে আদালতের এই রায়কে ‘ন্যায়ভ্রষ্ট’ বলে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান।
সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী মহাসচিব আবদুল হালিম, কেন্দ্রীয় নেতা মতিউর রহমান আকন্দ, নূরুল ইসলাম বুলবুল ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবদুর রহমান মুসা উপস্থিত ছিলেন।
মুজিবুর রহমান অভিযোগ করে বলেন, আপিলকারী হিসেবে বক্তব্য শোনার সুযোগ না দিয়ে মামলাটি ‘ডিসমিসড ফর ডিফল্ট’ করার ফলে জামায়াতে ইসলামী ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে।
মুজিবুর রহমান বলেন, জামায়াতে ইসলামী নির্বাচনমুখী দল। সারা দেশে জামায়াতে ইসলামীর মোট ভোটারের ১৫ থেকে ২০ শতাংশ ভোটার আছে। কিন্ত জাতীয় সংসদ নির্বাচনের আগে আপিল বিভাগের দেওয়া এই রায় দেশের ২০ শতাংশ ভোটারকে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করেছে।
দলটি বলছে, রাজনীতি ও ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে এ রায় দেশের ইতিহাসে একটি দুঃখজনক ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। নিবন্ধন–সংক্রান্ত আপিল খারিজ করে জামায়াতে ইসলামীকে দলীয়ভাবে ও দলীয় প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান আরও বলেন, পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করার জন্য ইতিমধ্যেই আইনজীবীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তাঁরা সংবিধান, আইন, নজির অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি।