বিএনপিকে ‘মানসিকভাবে বাধা দিতে’ আ.লীগের পাল্টা কর্মসূচি

আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে আজ বুধবার সংবাদ সম্মেলনে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরছবি: বাসস

বিএনপিকে ‘মানসিকভাবে বাধা দিতে’ আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি নেয় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমরা মাঠে থাকলে তারা (বিএনপি) অগ্নিসন্ত্রাস করার বিষয়ে একটা মানসিক বাধা পাবে। সে কারণে আমরা এটা করি। আমরা শান্তি সমাবেশ করছি, তারা বিক্ষোভ করছে।’

আজ বুধবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

গত জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই বিএনপি কোনো কর্মসূচি দিলে এর পাল্টা কর্মসূচি নিয়ে রাজপথে থাকছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিভিন্ন সমাবেশে ওবায়দুল কাদের বলে আসছেন, তাঁরা শান্তি সমাবেশ করছেন, পাল্টা কোনো সমাবেশ করছেন না। তবে আজ পাল্টা কর্মসূচির কথা তিনি বললেন।

এ বিষয়ে ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিএনপি একতরফা কোনো সমাবেশ করলে “অগ্নিসন্ত্রাস” করে। জনগণের জানমালের নিশ্চয়তা, সম্পদ রক্ষায় আমাদেরও সরকারি দল হিসেবে একটা দায়িত্ব আছে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘বিএনপি এবং আমরা একই দিন কত সমাবেশ করেছি? একটা রাজনৈতিক দল হিসেবে আমরা পাল্টাপাল্টি মারামারি করতে যাচ্ছি কি না? তাদের সমাবেশে আমরা কোনো হামলা চালিয়েছি কি না, সরকারি দল হিসেবে? তাহলে অসুবিধা কী?’ তিনি আরও বলেন, ‘আমরা কি বাধা দিয়েছি? আমাদের সমাবেশ আমরা করছি, তাদের সমাবেশ তারা করেছে। নির্বাচনের আগের দৃশ্যপট এটা।’

বিএনপি রাজপথের দখল নিয়ে সরকার ফেলে দিতে পারে, এমন অজানা শঙ্কা কাজ করে কি না—এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এখন নির্বাচন হয়ে গেছে। নির্বাচন যারা বর্জন করেছে, তারা নির্বাচন করতে দেবে না, সে স্বপ্ন মাঠে মারা গেছে। নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করতে পারবে না, পাঁচ দিনের মাথায় পড়ে যাবে। এমন দুঃস্বপ্ন তারা দেখেছিল।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এস এম কামাল হোসেন, মির্জা আজম, সুজিত রায় নন্দী; সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল; ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম; উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।