‘স্মার্ট বাংলাদেশ’ স্লোগানের আড়ালে চলছে ‘স্মার্ট দুর্নীতি’: সিপিবি
শেখ হাসিনার অধীন দেশে কার্যত একটি একদলীয় শাসন কায়েম হয়েছে। ‘স্মার্ট বাংলাদেশ' স্লোগানের আড়ালে দেশে চলছে স্মার্ট দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, দালালি আর ভয়ের রাজত্ব। এই অবস্থায় গণ-আন্দোলনকে গণ-অভ্যুত্থানে রূপান্তর করে ভোটাধিকার পুনরুদ্ধার, গণতন্ত্র ও ন্যায় প্রতিষ্ঠা করতে হবে।
আজ শুক্রবার বিকেলে ঢাকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সমাবেশ করে। ঢাকা মহানগর দক্ষিণ কমিটির উদ্যোগে পুরানা পল্টন মোড়ে, ঢাকা মহানগর উত্তর কমিটির উদ্যোগে মিরপুরের কাফরুলের ভিশন মোড়ে সমাবেশ হয়।
গতকাল বৃহস্পতিবার ‘ডামি’ নির্বাচন বাতিল, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে শুক্র ও শনিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় সিপিবি। আজ ছিল সেই বিক্ষোভ সমাবেশের প্রথম দিন।
পুরানা পল্টনের কমরেড মণি সিংহ সড়কে অনুষ্ঠিত সমাবেশে সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, দুঃখজনক হলেও স্বৈরাচারবিরোধী আন্দোলনে একসময় যাঁদের সহযোদ্ধা হিসেবে পেয়েছি, আজ স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার দায়ে তাঁদেরই কারও বিরুদ্ধে রাজনৈতিক সংগ্রাম করতে হচ্ছে। তিনি দেশের গণতন্ত্রকামী মানুষকে গণ–আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ভোটাধিকার, গণতন্ত্র ও মানুষের রুটি-রুজির অধিকার আদায়ের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে দলটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেন, ৭ জানুয়ারির প্রহসনের নির্বাচন জনগণ মেনে নেয়নি। তারা নীরব প্রতিবাদস্বরূপ ভোট বর্জন করেছেন। এ দেশের মানুষ বারবার গণতন্ত্রের জন্য বুকের রক্ত দিয়েছেন, লড়াই করেছেন। তিনি বলেন, এরশাদ স্বৈরাচার পতনের পর অদ্যাবধি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি।
ঢাকা মহানগর উত্তর কমিটির উদ্যোগে কাফরুলের সমাবেশে সাধারণ সম্পাদক বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক কমরেড রুহিন হোসেন প্রিন্স বলেন, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি আর ভয়ের রাজত্বের ধারা অব্যাহত রাখতে একদলীয় কর্তৃত্ববাদী শাসন কায়েম করা হচ্ছে। সেখানে ভিন্ন কোনো রাজনৈতিক মত ও পথকে সহ্য করা হচ্ছে না। এ ব্যবস্থার পরিবর্তন করতে লোভ আর ভয়কে উপেক্ষা করে সর্বত্র অন্যায় অবিচার রুখে দাঁড়াতে হবে।
সিপিবি ঢাকা উত্তরের সমাবেশের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি সাজেদুল হক রুবেল। সেখানে বক্তব্য দেন সাজ্জাদ জহির চন্দন, লূনা নূর, মোতালেব হোসেন প্রমুখ।
আর দক্ষিণের সমাবেশের সভাপতিত্ব করেন সিপিবির ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য আক্তার হোসেন। সেখানে বক্তব্য দেন মোহাম্মদ শাহ আলম, মুজাহিদুল ইসলাম সেলিম, জলি তালুকদার, ত্রিদিব সাহা প্রমুখ।