ঢাকা-১৩: তিন কেন্দ্রে দুই ঘণ্টায় ৩ শতাংশের কম ভোট

রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া মহিলা কলেজ কেন্দ্রে আসছেন ভোটাররাছবি: ড্রিঞ্জা চাম্বুগং

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের তিনটি ভোটকেন্দ্রে প্রথম দুই ঘণ্টায় ৩ শতাংশের কম ভোট পড়েছে। আজ রোববার রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া মহিলা কলেজের ভেতরে থাকা তিনটি ভোটকেন্দ্রে এমন ভোট পড়ার হিসাব পাওয়া গেছে।

লালমাটিয়া মহিলা কলেজে ঢাকা-১৩ আসনের ৮০, ৮১ ও ৮২ নম্বর ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত প্রথম দুই ঘণ্টায় ৮০ নম্বর কেন্দ্রের চারটি বুথে মোট ৬০ জন ভোট দিয়েছেন, যা কেন্দ্রটির মোট ভোটারের ২ দশমিক ৭৩ শতাংশ। এ কেন্দ্রে ভোটারসংখ্যা ২ হাজার ১৯৩।

এ ছাড়া ৮১ নম্বর কেন্দ্রের ৩ হাজার ১৩৫ জন ভোটারের বিপরীতে ভোট দিয়েছেন ৩৬ জন, যা কেন্দ্রটির মোট ভোটারের ১ দশমিক ১৪ শতাংশ। আর কলেজে থাকা তৃতীয় ও ৮২ নম্বর কেন্দ্রে প্রথম ২ ঘণ্টায় ভোট পড়েছে ২ দশমিক ১৮ শতাংশ। কেন্দ্রটিতে ভোটার রয়েছেন ৩ হাজার ১১১ জন। এর মধ্যে সকাল ১০টা পর্যন্ত ভোট দিয়েছেন ৬৮ জন ভোটার।

কলেজের নিচতলায় ৮১ নম্বর কেন্দ্র, যেটা নারী ভোটারদের। এ কেন্দ্রে গিয়ে দেখা যায়, সকাল ১০টা পর্যন্ত মাত্র পাঁচজন ভোট দিয়েছেন। এ বুথে ভোটার রয়েছেন ৫১১ জন।

কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, সকালের দিকে খুব বেশি একটা ভোটারের উপস্থিতি ছিল না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারও বাড়ছে।

কলেজটির তৃতীয় তলায় ঢাকা-১৩ আসনের ৮২ নম্বর কেন্দ্র। এটি পুরুষ ভোটারদের। ওই কেন্দ্রে ভোট দিতে আসেন ৮০ বছর বয়সী মউদুদ ইলাহী। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ছিলেন। ২০০৬ সালে অবসর নিয়েছেন।

ভোটের সার্বিক পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে মউদুদ ইলাহী বলেন, ‘এবার জমজমাট খুব কম দেখছি। ভোটারসংখ্যা অনেক কম। তবে আশা করছি, ভোটাররা আস্তে আস্তে কেন্দ্রের দিকে আসবেন। এ ছাড়া গতবার ভোটেকেন্দ্রের বিভিন্ন মোড়ে মোড়ে বাধা দেওয়া হয়েছিল। কিন্তু এ বছর সেটা নেই।’