অমল সেনের জীবন থেকে শিক্ষা নিতে হবে

অমল সেন

অমল সেনের জীবন থেকে তরুণ প্রজন্মের রাজনৈতিক নেতা–কর্মীদের শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রবীণ রাজনীতিক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, দেশের বিদ্যমান আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থার পরিবর্তনের জন্য অমল সেনের জীবনাদর্শ থেকে বামপন্থীদের বাস্তব অভিজ্ঞতা নিতে হবে। এই অভিজ্ঞতার আলোকে জনগণের বিকল্প শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।

গতকাল বুধবার (১৭ জানুয়ারি) কমরেড অমল সেনের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় রাশেদ খান মেনন এসব কথা বলেন। গতকাল সকালে রাজধানীর তোপখানা রোড–সংলগ্ন শহীদ আসাদ মিলনায়তনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এ স্মরণ সভার আয়োজন করে।

সভাপতির বক্তব্যে রাশেদ খান মেনন আরও বলেন, দেশের রাজনীতি নিয়ে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর চক্রান্ত মোকাবিলা করতে সব বাম গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। এই সময়ে অমল সেনের জীবন ও কর্ম বামপন্থীদের প্রেরণা হিসেবে কাজ করবে।

সভার শুরুতে অমল সেনের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাসদসহ বিভিন্ন বামপন্থি রাজনৈতিক দল।

আরও পড়ুন

স্মরণসভায়  আরও বক্তব্য দেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স), ঐক্য ন্যাপের ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সবুর, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ প্রমুখ। সভা পরিচালনা করেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য  কামরূল আহসান।

তেভাগা আন্দোলনের অগ্রপথিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি অমল সেন ২০০৩ সালের ১৭ জানুয়ারি মৃত্যুবরণ করেন। বিপ্লব ও বিপ্লবী আদর্শের প্রতি তিনি আজীবন একনিষ্ঠ ছিলেন।