রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আগামী প্রজন্মের জন্য ঝুঁকিপূর্ণ: জি এম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের ময়মনসিংহ জেলার প্রতিনিধি সভায় বক্তব্য দেন। ঢাকা, ৪ অক্টোবর
ছবি: সংগৃহীত

নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে অত্যন্ত ‘দুর্নীতিপূর্ণ ব্যয়বহুল’ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই ‘ঝুঁকিপূর্ণ’ প্রকল্প বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন, এর মাধ্যমে বর্তমান সরকার বুঝে হোক, আর না বুঝে হোক, দেশবাসীকে ভয়াবহ দুর্যোগের দিকে ঠেলে দিচ্ছে।

আজ বুধবার বিকেলে জাপার বনানীর কার্যালয়ে ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার প্রতিনিধি সভায় জি এম কাদের এসব কথা বলেন। তিনি বলেন, পৃথিবীতে একসময় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র খুব ভালোভাবে গ্রহণ করা হয়েছিল। এখন এটি পরিবেশদূষণকারী এবং বাংলাদেশে এটা অত্যন্ত ব্যয়বহুল প্রকল্প হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ‘সস্তা কখন হয়, যখন সেখানে দুর্নীতি হয় না। আমাদের এখানে দুর্নীতি করা হচ্ছে। রূপপুরেও যেটা করা হয়েছে।’

ভারতে পাঁচ শ কোটি ডলার ব্যয়ে দুই হাজার মেগাওয়াটের দুটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের তথ্য তুলে ধরে জি এম কাদের বলেন, একই ধরনের, একই কোম্পানি থেকে আনা একই মডেলের ২ হাজার ৪০০ মেগাওয়াটের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে এখন পর্যন্ত ১ হাজার ৩০০ কোটি ডলার খরচ হয়ে গেছে।

যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান ও ইউক্রেনে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণের ঘটনা উল্লেখ করেন জাপা চেয়ারম্যান। তিনি বলেন, ‘দুর্ঘটনার পর আশপাশের এলাকার পারমাণবিক বিস্ফোরণের তেজস্ক্রিয়তা ও বিকিরণ মুক্ত করতে রাশিয়ার ১০-১৫ বছর লেগেছে। আমাদের এখানে ৫০ বছর লাগতে পারে। এগুলোর জন্য বলছি, এসব কাজে আমাদের বিরোধিতা করতে হবে, যেকোনোভাবে এটা থামাতে হবে।’

নিজেকে প্রকৌশলের ছাত্র উল্লেখ করে জি এম কাদের বলেন, ‘আমি প্রকৌশল বিষয়ে পড়াশোনা করেছি, প্রকৌশলী হিসেবে ২৫ বছর চাকরি করেছি। অনেক প্রকল্প করেছি, অনেক কিছু জানি। আমি একটি বিষয়ে অত্যন্ত উদ্বিগ্ন। সেটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।’

জি এম কাদের বলেন, ‘আগামী প্রজন্মের জন্য একটা ঝুঁকি রেখে দিচ্ছি ঘাড়ের ওপর। আমার কাছে আরও খারাপ লেগেছে যে এখন শুনছি বরিশালেও নাকি আরেকটা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র করা হবে।’

এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সম্পর্কে বাংলাদেশের কেউ কিছু জানে না বলে মন্তব্য করেন জি এম কাদের। তিনি বলেন, এখানে সবচেয়ে যেটা বড় কথা, পুরো জিনিসটার প্রকৌশলগত দিকটা রাশিয়ার। কিছু কনসালট্যান্ট ভারতের। বাংলাদেশের কোনো লোক এখানে কিছুই জানে না এবং কিছু বোঝেও না। আপনারা (সরকার) কী টেকনোলজি (প্রযুক্তি) আনলেন যে আমাদের একটা প্রকৌশলীও কিছু জানল না।’

জাপার সংসদ সদস্য ফখরুল ইমামের সভাপতিত্বে প্রতিনিধি সভায় আরও বক্তব্য দেন জাপার মহাসচিব মো. মুজিবুল হক।

আরও পড়ুন