বনানী থানা জামায়াতের আমিরসহ ১০ জন নেতা–কর্মী আটক

গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজধানীর বনানীর ওয়্যারলেস গেট এলাকা থেকে বনানী থানা জামায়াতে ইসলামীর ১০ নেতা–কর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বনানী থানা জামায়াতের আমির তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. রাফিও আছেন।

বনানী থানার ওসি প্রথম আলোকে বলেন, বনানী ওয়্যারলেস গেটে নবাবী রেস্টুরেন্টে গোপন বৈঠক করছিলেন জামায়াতের নেতা-কর্মীরা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১০ জুন জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচিকে কেন্দ্র করে এই বৈঠক করছিলেন তাঁরা।

ওসি মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।