হাজার কোটি টাকা পাচার নিয়ে ভ্রুক্ষেপ নেই, কিন্তু ইফতারে ব্যয় সংকোচন: এবি পার্টি

আমার বাংলাদেশ (এবি) পার্টির আহ্বায়ক সোলায়মান চৌধুরী বলেছেন, ‘পবিত্র রমজানে সবাই একসঙ্গে বসে ইফতার করা আমাদের ঐতিহ্য। এতে সৌহার্দ্য-সম্প্রীতি চর্চা হয়। কিন্তু এই সরকার ইফতার মাহফিলের বিষয়ে ব্যয় সংকোচনের নীতি গ্রহণ করেছে।’

আজ মঙ্গলবার এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়–সংলগ্ন রাজধানীর বিজয়-৭১ চত্বরে মাসব্যাপী ইফতার কার্যক্রম উদ্বোধন করে দলটির আহ্বায়ক সোলায়মান চৌধুরী এসব কথা বলেন।

সোলায়মান চৌধুরী বলেন, বিভিন্ন ছুতোয় ইফতার ও ওয়াজ মাহফিল বন্ধ করার প্রবণতা একটা ভয়ানক ষড়যন্ত্র ও চক্রান্ত। ওয়াজ ও ইফতার মাহফিল জনগণের সাংবিধানিক নাগরিক অধিকার। হাজার কোটি টাকা পাচারের বিষয়ে সরকারের ভ্রুক্ষেপ নেই। কিন্তু ইফতার ও ওয়াজ মাহফিলের প্রসঙ্গ এলে তারা ব্যয় সংকোচনের কথা ভাবে।

এবি পার্টির এ আয়োজনে আরও বক্তব্য দেন নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি আশরাফুল হক, এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, সহকারী সদস্যসচিব আবদুর রহমান প্রমুখ।