বেসরকারি দুটি টেলিভিশনের টকশো বর্জনের সিদ্ধান্ত বিএনপির
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘সময়’ ও ‘৭১’-এর টকশো বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দল বিএনপি। ইতিমধ্যে এই দুটি টেলিভিশনের টকশোতে অংশগ্রহণ করা থেকে বিএনপি নেতাদের বিরত থাকার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে আজ সোমবার বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী প্রথম আলোকে বলেন, এই দুটি টেলিভিশনের পক্ষপাতমূলক আচরণ প্রকাশ পাচ্ছে। এ জন্য আলাপ-আলোচনার মাধ্যমে বিএনপির যে নেতারা টকশো করেন, তাঁদের এ দুটি টেলিভিশন বর্জন করতে বলা হয়েছে। তবে টক শো বর্জন করলেও বিএনপির অনুষ্ঠান কাভার করতে দুটি টেলিভিশনের ওপর কোনো বাধা নেই।
বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, দলের যে সব নেতা বা সমর্থক বিভিন্ন বেসরকারি টেলিভিশনের টক শোতে আলোচক হিসেবে অংশ নেন, তাদের অনেকের সঙ্গে কথা বলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত জুলাই মাসের প্রথম সপ্তাহে এ সিদ্ধান্ত হয়। পরে বিষয়টি চিঠি আকারে সংশ্লিষ্ট আলোচকদের কাছে মুঠোফোনে পাঠানো হয়।
ওই চিঠিতে বলা হয়, ‘আসুন আমরা সব আলোচকেরা আগামী ৯ জুলাই ২০২৩ থেকে ’৭১ টিভি ও সময় টিভির টকশোতে অংশগ্রহণ বন্ধ রাখি। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এ বর্জন চলবে।’
চিঠিতে এই বর্জনের কারণ ব্যাখ্যা করে বলা হয়, কয়েকটি টিভি চ্যানেলের মালিক পক্ষ সরকারি দলকে খুশি করতে নোংরাভাবে বিএনপির বিরুদ্ধে, বিশেষ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে শত্রুতামূলক প্রতিবেদন করেই চলছে। কখনো কখনো টক শো মঞ্চের উপস্থাপক অথবা উপস্থাপিকাসহ গোটা মঞ্চটাই সাজানো হয় বিএনপির এবং এর নেতৃত্বকে হেয়প্রতিপন্ন করতে। এমতাবস্থায় দলের জ্যেষ্ঠ নেতাদের পরামর্শ ও উচ্চপর্যায়ের অনুমোদনক্রমে ’৭১ টিভি ও সময় টিভির টকশো সাময়িকভাবে বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে বিএনপি-জামায়াতসহ চারদলীয় জোট সরকারের আমলে এনটিভি, আরটিভি, ইসলামিক টিভি, আমার দেশ পত্রিকাসহ কিছু গণমাধ্যম বর্জন করেছিল আওয়ামী লীগ।