ঢাকায় কাল বিএনপির পদযাত্রার বিপরীতে আ.লীগ–যুবলীগের শান্তি সমাবেশ

ঢাকায় পুনরায় দুটি ‘শান্তি সমাবেশ’ কর্মসূচির ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন যুবলীগ। আগামীকাল বৃহস্পতিবার বেলা তিনটায় পল্লবী ১২ নম্বর লালমাঠে সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

এই সমাবেশের আগে বেলা আড়াইটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপি এদিন ঢাকায় বেলা দুইটায় পদযাত্রা কর্মসূচি পালন করবে। মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত এ পদযাত্রা রাজধানীর গোপীবাগ থেকে প্রেসক্লাবে এসে শেষ হওয়ার কথা। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। বিএনপির কর্মসূচিটি ঘোষণা করা হয়েছে গত সোমবার।

আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপিকে রাজপথে কর্তৃত্ব করতে দেওয়া হবে না। ফলে যেখানে তারা সমাবেশ বা পদযাত্রা করবে, আওয়ামী লীগও পাল্টা কর্মসূচি নিয়ে সেখানে হাজির হবে। তবে বিএনপির সঙ্গে সংঘাতে না যাওয়ার বিষয়ে দলের নির্দেশনা আছে।

আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির যেকোনো কর্মসূচির পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে থাকার বিষয়ে তাদের নির্দেশনা আছে। এ জন্য বিএনপি ঢাকায় পদযাত্রা কর্মসূচি ঘোষণার পর আজ বুধবার দুটি শান্তি সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। তবে কাল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কোনো কর্মসূচি নেই।

এদিকে আগামী রোববার শ্যামলী থেকে বছিলা পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। ওই দিন আওয়ামী লীগও শান্তি সমাবেশ নিয়ে মাঠে থাকবে বলে দলটির সূত্র জানিয়েছে। মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ও যুবলীগ ফার্মগেটে সমাবেশ করতে পারে।

এর আগের দিন শনিবার আওয়ামী লীগ সারা দেশে ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ করবে। অন্তত ৪০টি জেলায় দলের কেন্দ্রীয় নেতাদের অংশ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বাকি জেলাগুলোতে দলের সংসদ সদস্য ও জেলা কমিটির নেতারা নেতৃত্ব দেবেন। ওই দিন বিএনপিরও ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি রয়েছে। তারা আগেই এ কর্মসূচি ঘোষণা করেছিল।

আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, বিএনপিকে রাজপথে কর্তৃত্ব করতে দেওয়া হবে না। ফলে যেখানে তারা সমাবেশ বা পদযাত্রা করবে, আওয়ামী লীগও পাল্টা কর্মসূচি নিয়ে সেখানে হাজির হবে। তবে বিএনপির সঙ্গে সংঘাতে না যাওয়ার বিষয়ে দলের নির্দেশনা আছে।