বাইরের একটি আগ্রাসী শক্তি বাংলাদেশকে গ্রাস করতে চায়: ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো

বাইরের একটি আগ্রাসী শক্তি বাংলাদেশকে গ্রাস করতে চায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। তিনি বলেছেন, বাইরের যে আগ্রাসী শক্তি বাংলাদেশকে মুখের গ্রাসে পরিণত চায়, তাদের জন্য অধ্যাপক মুহাম্মদ ইউনূস হলেন গলার কাঁটা। তিনি যত দ্রুত চলে যাবেন, তত তাদের জন্য স্বস্তির বিষয়।

সোমবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলের নেতাদের আলোচনা শেষে সন্ধ্যায় সাংবাদিকদের এসব কথা বলেন গাজী আতাউর রহমান।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, মানুষের মধ্যে নির্বাচন নিয়ে যে সংকট আছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে উদ্বেগ–উৎকণ্ঠা আছে তা স্পষ্ট করতে হবে। নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে।

সংস্কারের বিষয়ে ইসলামী আন্দোলনের এ নেতা বলেন, ‘আগে সংস্কারের বিষয়টা সুস্পষ্টভাবে সামনে আসতে হবে। সংস্কারের আগে নির্বাচনের তারিখ ঘোষণা হলে পরিবেশ আরও ঘোলা হবে, এটা আমাদের আশঙ্কা। এ আশঙ্কার কথা (প্রধান উপদেষ্টাকে) বলেছি।’