হরতাল কর্মসূচিতেও ফাঁকা বিএনপির নয়াপল্টন কার্যালয়

নয়াপল্টনে বিএনপি কার্যালয় ভবনের ফটকের দুই পাশে পুলিশের অবস্থান। ৩০ নভেম্বর। ঢাকা।ছবি: প্রথম আলো

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ বিএনপি ডাকা হরতাল কর্মসূচিতেও দলটির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় তাদের কোনো তৎপরতা নেই।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় গিয়ে দেখা যায়, কার্যালয়টির ফটকে তালা ঝুলছে। কার্যালয় এলাকায় দলটির কোনো নেতা-কর্মী আসেননি। কার্যালয় ভবনের ফটকের দুই পাশে অবস্থান নিয়ে আছেন পুলিশ বাহিনীর সদস্যরা।

হরতালের সমর্থনে কার্যালয়ের সামনে অবস্থান, মিছিল কিংবা পিকেটিংয়ের মতো কোনো কর্মসূচিও পালন করতে দেখা যায়নি বিএনপির নেতা-কর্মীদের। শুধু কিছু গণমাধ্যমকর্মীকে সংবাদ সংগ্রহের কাজ করতে দেখা গেছে। হরতালের প্রভাবে কাকরাইল থেকে ফকিরাপুল-মতিঝিলের দিকে যাওয়ার রাস্তা (ভিআইপি সড়ক) অনেকটাই ফাঁকা ছিল।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশেই একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথের এক নিরাপত্তাকর্মী বেলা সোয়া ১১টার দিকে প্রথম আলোকে জানান, তিনি সকাল সাতটা থেকে দায়িত্ব পালন করছেন। এ সময়ের মধ্যে হরতালের সমর্থনে বিএনপির নেতা-কর্মীদের কাউকে কার্যালয়ের সামনে মিছিল-সমাবেশ করতে তিনি দেখেননি। মহাসমাবেশের গন্ডগোলের পর থেকে কার্যালয়ের তালা খুলতেও দেখেননি বলে জানান তিনি।

তবে বিএনপির দেওয়া আজকের হরতাল কর্মসূচিকে কেন্দ্র করে কার্যালয়ের সামনে পুলিশ সদস্য বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন নাম প্রকাশ না করার শর্তে পল্টন থানার এক উপপরিদর্শক পর্যায়ের কর্মকর্তা। তিনি জানান, আজ প্রায় ৫০ পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। আগের দিনগুলোতে ৩০-৩৫ জন করে পুলিশ সদস্য দেওয়া হতো। হরতালকে কেন্দ্র করে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কোনো কর্মসূচি পালিত হয়নি বলেও জানান ওই কর্মকর্তা।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে হামলা, সংঘাতের ঘটনা ঘটে। সেই ২৮ অক্টোবরের রাত থেকে এক মাসের বেশি সময় ধরে বিএনপির কার্যালয়ে তালা ঝুলছে। আর কার্যালয়ের সামনে অবস্থান করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার পরদিন ২৯ অক্টোবর থেকেই ধারাবাহিক হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি, সমমনা বিভিন্ন দল ও জোট। আজ দলটি তৃতীয় দফায় হরতাল কর্মসূচি পালন করছে। গতকাল বুধবার ছিল দলটির অষ্টম ধাপের এক দিনের অবরোধ কর্মসূচি।

২৫ মিনিটে গাবতলী থেকে নয়াপল্টন

রাজধানীর রাস্তায় যান চলাচলে কোনো বাধা বা হরতালের সমর্থনে পিকেটিং চোখে পড়েনি। তবে সড়কে গণপরিবহনের সংখ্যা তুলনামূলক কম থাকায় রাস্তাঘাট ছিল অনেকটাই ফাঁকা। ফলে গাবতলী বাস টার্মিনাল থেকে ফার্মগেট-কারওয়ান বাজার প্রায় ১২ কিলোমিটার দূরে নয়াপল্টনে যেতে মোটরসাইকেলে এই প্রতিবেদকের সময় লেগেছে মোট ২৫ মিনিট।

গাবতলী থেকে সকাল ১০টা ৩৪ মিনিটে এই প্রতিবেদক রওনা হন। আর নয়াপল্টনে পৌঁছান ১১টা বাজার এক মিনিট আগে। এ সময়ে শুধু কারওয়ান বাজার ট্রাফিক সিগন্যালে এই প্রতিবেদককে প্রায় তিন মিনিট সময় আটকে থাকতে হয়েছে। সিগন্যাল শুরু হয় ১০টা ৪৭ মিনিটে, আর ছাড়ে ১০টা ৫০ মিনিটে।

এ ছাড়া টেকনিক্যাল মোড়, গণভবন, ফার্মগেট, বাংলামোটর ও কাকরাইল মোড়ে এই প্রতিবেদককে ট্রাফিক সংকেতে মোটরসাইকেল থামাতে হয়। তবে এই সিগন্যালগুলো ৩০ সেকেন্ড থেকে ১ মিনিটের মধ্যেই ছেড়ে দেয়। এ সময় ওই সড়কে কোথাও তেমন যানজট চোখে পড়েনি।