দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার নিজেই সিন্ডিকেটের পৃষ্ঠপোষক: গণতন্ত্র মঞ্চ

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন গণমন্ত্র মঞ্চের সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিছবি: সংগৃহীত

গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, সরকার নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দিলেও এর কোনো কার্যকারিতা বাজারে নেই। বিগত ১৫ বছরে কখনোই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পারেনি সরকার।

এ জোটের নেতারা অভিযোগ করেন, সরকারই বাজার সিন্ডিকেটের পৃষ্ঠপোষক।

আজ শনিবার সকালে রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গণতন্ত্র মঞ্চের নেতারা। দ্রব্যমূল্যের লাগাতার ঊর্ধ্বগতি, সিন্ডিকেটের দৌরাত্ম্য এবং সরকারের ভূমিকা নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, সরকার কেবল হাঁকডাকই দিচ্ছে। আন্তর্জাতিক বাজারের দোহাই দিলেও আন্তর্জাতিক বাজারে যখন দাম নিম্নমুখী, তখনো সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারেনি। সরবরাহ প্রক্রিয়ায় যাতে সিন্ডিকেটের আধিপত্য তৈরি না হয়, সে ক্ষেত্রে সরকারের যে বহুবিধ ভূমিকা প্রয়োজন, সেসব পদক্ষেপ সরকার গ্রহণ করেনি।

সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের নেতারা আরও বলেন, সরকার সিন্ডিকেটকে সুবিধা করে দিতে ভারসাম্য তৈরি থেকে বিরত থেকেছে। ফলে কতিপয় কোম্পানিই পুরো বাজারে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। সরকারের ছায়াতলে থাকা এসব সিন্ডিকেট জনগণের পকেট থেকে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে।

আগামী সোমবার (১৮ মার্চ) দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ।

সংবাদ সম্মেলনে মূল বক্তা ছিলেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ।