রাজপথ কাদের, তা ১১ নভেম্বর দেখিয়ে দেওয়া হবে: যুবলীগ চেয়ারম্যান

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে শনিবার যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও সব শাখার সমন্বয়ে বিশেষ বর্ধিত সভায় উপস্থিত নেতারা
ছবি: সংগৃহীত

ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে বিএনপির সমাবেশে বিপুল জনসমাগমের মধ্যে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, রাজপথ কাদের, তা আগামী ১১ নভেম্বর দেখিয়ে দেওয়া হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগের এই সহযোগী সংগঠনের নেতা বলেছেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতায় যেতে চায়। ওদের নৈরাজ্যের জবাব যুবলীগ একলাই দিতে পারে, তা প্রমাণ করব ইনশা আল্লাহ।’

যুবলীগের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১১ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশের কর্মসূচি নিয়েছে যুবলীগ। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন

এই মহাসমাবেশ সফল করতে শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও সব শাখার সমন্বয়ে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সেখানেই যুবলীগের চেয়ারম্যান এসব কথা বলেন। বর্ধিত সভা সঞ্চালনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে শনিবার যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও সব শাখার সমন্বয়ে বিশেষ বর্ধিত সভা হয়
ছবি: সংগৃহীত

নেতা-কর্মীদের উদ্দেশে যুবলীগের চেয়ারম্যান বলেন, ‘আমার প্রত্যাশা, আপনারা এই মহাসমাবেশকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আপনাদের সব সাধ্য দিয়ে ১১ নভেম্বরকে সফল করবেন।’ ওই সমাবেশ সফল করতে এ সভা থেকে ১০টি উপকমিটি গঠন করা হয়।

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান বলেন, প্রতিটি জেলা, মহানগর, উপজেলা, পৌরসভায় যে শক্তিশালী নেতৃত্ব রয়েছে, তা ১১ নভেম্বর দেখিয়ে দিতে হবে। বর্ধিত সভায় যুবলীগের কেন্দ্রীয় নেতারা ছাড়াও বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপির সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে বর্তমানে বিভাগীয় পর্যায়ে সমাবেশ চলছে। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি।