আঙুলের ছাপ না মেলায় হাত ধুয়ে আসতে বললেন প্রিসাইডিং কর্মকর্তা

আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে পারেননি হাতেম আলী হাওলাদার নামের এক ভোটার
ছবি: প্রথম আলো

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আলেকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে পারেননি হাতেম আলী হাওলাদার নামের এক ভোটার।

একপর্যায়ে তাঁকে ভালো করে হাত ধুয়ে আসতে বলেন প্রিসাইডিং কর্মকর্তা। পরে তাঁকে বেলা তিনটার পর ভোট দিতে আসতে বলেন প্রিসাইডিং কর্মকর্তা।

আজ সোমবার সকাল নয়টার পর এ ঘটনা ঘটে। হাতেম আলী হাওলাদার নগরীর আলেকান্দার কালুসা সড়ক এলাকার বাসিন্দা। তাঁর বয়স ৮০ বছর।

হাতেম আলী সকালে প্রথম আলোকে বলেন, ‘কয়েকবার চেষ্টা করলাম, ফিঙ্গার মেলে না। আমার স্মার্ট কার্ড। তা–ও নিচ্ছে না। এখন পরে আসতে বলল।’

প্রিসাইডিং কর্মকর্তা মো. বাবুল গাজী প্রথম আলোকে বলেন, ‘ওনার কার্ড নিচ্ছে, কিন্তু আঙুল নিচ্ছে না। বয়স্ক হওয়ার কারণে এমনটা হচ্ছে। ওনাকে হাত ভালো করে ধুয়ে আসতে বলেছি। এর মধ্যে বিষয়টি সমাধানের জন্য কারিগরি দল ডেকেছি।’