জবরদখল হটিয়ে জনগণের অধিকার ফিরিয়ে আনা হবে

এবি পার্টির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিভিন্ন দলের নেতারা। ঢাকা, ২ মেছবি: সংগৃহীত

আন্দোলন-সংগ্রামের মাধ্যমে জবরদখল হটিয়ে আবার জনগণের অধিকার ফিরিয়ে আনা হবে বলে বক্তব্য দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তাঁরা এ বক্তব্য দেন। দলটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সরকারবিরোধী সব আন্দোলন-সংগ্রামে এবি পার্টি ছিল। তাঁর আশা সামনের আন্দোলনেও দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘উনি (প্রধানমন্ত্রী) প্রশ্ন করেন ক্ষমতা কাকে দিব। আমরা বলি আগে একটি নিরপেক্ষ নির্বাচন দিন। জনগণই ঠিক করবে ক্ষমতা কাকে দেবে।’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘আমরা একসঙ্গে সংগ্রামের মাধ্যমে জবরদখল হটিয়ে আবার জনগণের অধিকার ফিরিয়ে আনব।’

এবি পার্টির আহ্বায়ক সোলায়মান চৌধুরী সভাপতির বক্তব্যে বলেন, দেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনকে এগিয়ে নেওয়া হবে। তাঁদের বিশ্বাস এতে গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হবে। এতে শিগগিরই এ সরকারের পতন ঘটবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা, ১২-দলীয় জোটের সমন্বয়ক ও এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন, গণ অধিকার পরিষদের একাংশের আহ্বায়ক মিয়া মশিউজ্জামান, সদস্যসচিব ফারুক হাসান, গণ অধিকার পরিষদের আরেক অংশের সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক রাশেদ খান, বাহাদুরপুরের পীর হাফেজ হানজালা, জাতীয় পার্টির (জাফর) মহাসচিব ও সাবেক সংসদ সদস্য আহসান হাবীব, প্রেসিডিয়াম সদস্য রেজাউল করিম ভূঁইয়া প্রমুখ।