চট্টগ্রাম-২ ফটিকছড়ি: ৮ প্রার্থীর মধ্যে ৫ জনের কোনো এজেন্ট নেই
চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে সকালে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করেছে। আজ রোববার এ আসনের পাঁচটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে এ চিত্র। এ আসনে আট প্রার্থী থাকলেও তিনজন প্রার্থীর এজেন্ট রয়েছে প্রতিটি ভোটকেন্দ্রে। বাকি পাঁচ প্রার্থীর কোনো এজেন্ট নেই।
সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টায় পাঁচটি কেন্দ্রে ১৭ হাজার ৪৪৭ ভোটের মধ্যে নেওয়া হয়েছে ১ হাজার ৮২৪ ভোট। পাঁচটি কেন্দ্রের মধ্যে নারী ভোটকেন্দ্র দুটি।
আজ সকাল সাড়ে আটটার দিকে পূর্ব মাইজভান্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, লাইনে ৮ থেকে ১০ জন ভোটার। এ ক্ষেত্রে মোট ভোটার রয়েছেন ২ হাজার ৯৫৭ জন। বুথ রয়েছে ছয়টি। তবে প্রতিটি বুথে কয়েকজন করে ভোটার দেখা গেছে।
এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. ইউনুছ প্রথম আলোকে বলেন, সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টায় এই কেন্দ্রে ২৩৭টি ভোট পড়েছে। বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়ছে বলে জানান তিনি।
সকাল ৮ টা ৪৫ মিনিটে এ কেন্দ্রে ভোট দিতে আসেন বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজভান্ডারী। ভোট দেওয়া শেষে তিনি প্রথম আলোকে বলেন, ‘জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’ এখন পর্যন্ত তাঁর কোনো অভিযোগ নেই।
এ কেন্দ্রের পার্শ্ববর্তী মাইজভান্ডার বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে সকাল নয়টার দিকে গিয়ে দেখা যায়, লাইনে কোনো ভোটার নেই। তবে বুথগুলোতে নারী ভোটারদের দেখা গেছে। এ কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২ হাজার ৬২৮। প্রিসাইডিং অফিসার নুরুল করিম প্রথম আলোকে বলেন, দুই ঘণ্টায় এ কেন্দ্রে ১৮১টি ভোট গ্রহণ হয়েছে।
এ কেন্দ্র পরিদর্শন করতে আসেন নৌকার মনোনীত প্রার্থী খাদিজাতুল আনোয়ার। এ সময় তিনি প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।
খাদিজাতুল আনোয়ার এ কেন্দ্র থেকে বের হওয়ার পর সামনে সড়কে তাঁর সঙ্গে দেখা হয় স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়বের। একপর্যায়ে তৈয়ব খাদিজাতুল আনোয়ারের মাথায় হাত বুলিয়ে দেন।
নানুপুর আবু সোবহান উচ্চবিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ১০টার দিকে গিয়ে দেখা যায়, কেন্দ্রের বাইরে মানুষের ভিড়। কিন্তু বুথগুলোতে ভোটারের সংখ্যা কম। এখানে ছয়টি বুথ রয়েছে। সব কটি বুথে তিন প্রার্থী ছাড়া আর কারও এজেন্ট নেই।
এ কেন্দ্রের সামনে দেখা হয় ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর নুরুল হুদার সঙ্গে। জানতে চাইলে তিনি বলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এ স্কুলের নারী কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২ হাজার ৩৮০ জন। এখানে সকাল ১০টা পর্যন্ত ২ ঘণ্টায় ভোট গ্রহণ হয় ২৩৭টি।
নানুপুর গাউছিয়া মাযহারুল উলুম মাদ্রাসা কেন্দ্রের সামনে দেখা হয় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহজাহানের সঙ্গে। সব কটি ভোটকেন্দ্রে কেন এজেন্ট দেওয়া হয়নি, চাপে পড়ে নাকি কেউ বের করে দিয়েছে, এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘১০০ জন এজেন্ট দিয়েছি। বাকিগুলোতে দিইনি। প্রয়োজন মনে করিনি।’
এ কেন্দ্রের সামনে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, সকালে ভোটারের উপস্থিতি কম থাকলেও আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি কিংবা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পাঁচ প্রার্থীর কোনো এজেন্ট নেই কেন, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘প্রার্থীরা আমাদের কাছে কোনো অভিযোগ করেনি। কেন এজেন্ট দেননি, তাঁরা ভালো বলতে পারবেন।’
আরও পড়ুন
খুলশীতে নৌকা–ফুলকপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ, দুজন গুলিবিদ্ধ
নৌকার সমর্থকেরা বলছেন, ‘তোমাদের টেবিল নিয়ে বসার দরকার নাই, উঠে যাও’
এবারের নির্বাচনে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে নৌকার মনোনীত প্রার্থী সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাদিজাতুল আনোয়ার (নৌকা), ফটিকছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হোসাইন মো. তৈয়ব (তরমুজ), বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমেদ (একতারা), জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মোহাম্মদ শফিউল আজম চৌধুরী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ার প্রতীকের প্রার্থী মীর মোহাম্মদ ফেরদৌস আলম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের মোহাম্মদ হামিদ উল্লাহ ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহজাহান। নৌকার প্রার্থী খাদিজাতুল আনোয়ারকে সমর্থন জানিয়ে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ান বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। তিনি বর্তমান সংসদ সদস্যও। এ আসনে নজিবুল চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
ফটিকছড়িতে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৫৬ হাজার ৪৮৭ জন। মোট কেন্দ্র রয়েছে ১৪২টি। বুথ রয়েছে ৯৮১টি।