শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের প্রতি আহ্বান

দলের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভার আয়োজন করে গণ অধিকার পরিষদ। ঢাকা, ২৬ অক্টোবরছবি: প্রথম আলো

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের (মশিউজ্জামান-ফারুক) নেতারা। আজ শনিবার বিকেলে এক আলোচনা সভায় দলটির নেতারা এ আহ্বান জানান।

শনিবার বিকেলে রাজধানীর বিজয়নগরের জামান টাওয়ারে অবস্থিত শহীদ আবরার ফাহাদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। গণ অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের প্রতি উৎসর্গ করা হয়েছে।

আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, উপদেষ্টা পরিষদ বর্ধিত করতে প্রধান উপদেষ্টাকে বলা হয়েছে; কিন্তু এখনো আশানুরূপ কিছু দেখা যাচ্ছে না। উপদেষ্টা পরিষদ বড় করা জরুরি।

গণ অধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান বলেন, ‘আজ কোনো কেক কাটব না, বেলুনও ওড়াব না। কারণ, আজকের এ অনুষ্ঠান শহীদ আবু সাঈদসহ অন্য শহীদদের প্রতি উৎসর্গ করা হয়েছে। আর বিপ্লব–পরবর্তী বাংলাদেশকে বিপ্লবের স্পিরিট (চেতনা) অনুযায়ী ধরে রাখতে চাইলে একটি জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে।’

গণ অধিকার পরিষদের সদস্যসচিব ফারুক হাসান বলেন, ‘ভারতকে বলব, শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণের হাতে ফিরিয়ে দিয়ে প্রতিবেশীর সম্পর্ক রক্ষা করুন। পরাজিত শক্তি আওয়ামী লীগের দোসরদের বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে।’

জামায়াতে ইসলামীর সহকারী মহাসচিব মাওলানা আবদুল হালিম বলেন, যে জাতীয় ঐক্য সৃষ্টি করা হয়েছে, সেটা অব্যাহত রাখতে হবে। অন্যথায় বিপ্লব যেকোনো সময় হাতছাড়া হতে পারে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে।

আলোচনা সভায় গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা শেখ রফিকুল ইসলাম, ১২–দলীয় জোটের নেতা সৈয়দ এহসানুল হুদাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।