বাবাকে না পেয়ে সন্তানকে গ্রেপ্তার অমানবিক: নুরুল হক

রাজধানীর পল্টন এলাকায় মিছিল করেন গণ অধিকার পরিষদের (একাংশ) নেতা–কর্মীরা। ঢাকা, ২৬ নভেম্বরছবি: সংগৃহীত

বিরোধী রাজনৈতিক দলের নেতা–কর্মীদের নির্বিচার গ্রেপ্তারের সমালোচনা করেছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী বাবাকে না পেয়ে সন্তানকে, বড় ভাইকে না পেয়ে ভাইকে তুলে নিয়ে যাচ্ছে। অমানবিক এক পরিস্থিতি তৈরি হয়েছে।

আজ রোববার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে নুরুল হক এসব কথা বলেন। সরকারের পদত্যাগ দাবিতে বিরোধী দলগুলোর সপ্তম দফার অবরোধ কর্মসূচির অংশ হিসেবে আজ এই সমাবেশ করে দলটি।

সমাবেশের আগে নয়াপল্টন, নাইটেঙ্গেল মোড়, বিজয়নগর ও পুরানা পল্টন এলাকায় দলটির নেতা-কর্মীরা মিছিল করেন। মিছিল শেষে পানির ট্যাংক এলাকায় সমাবেশের আয়োজন করা হয়।

সংক্ষিপ্ত সমাবেশে নুরুল হক বলেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা পুলিশ দিয়ে বিএনপি, গণ অধিকার পরিষদসহ বিরোধী দলের নেতা–কর্মীদের গ্রেপ্তার করাচ্ছেন। বাবাকে না পেয়ে সন্তানকে, বড় ভাইকে না পেয়ে ভাইকে তুলে নিয়ে যাচ্ছে। এক অমানবিক পরিস্থিতি তৈরি করছে।’

এ সময় নুরুল হক দাবি করেন, গত ২৮ অক্টোবরের পর থেকে বিএনপিসহ বিরোধী দল ও জোটের প্রায় ২০ হাজার নেতা–কর্মীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করেছেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে নুরুল হক বলেন, ‘আপনি রাজনৈতিক দলগুলোকে ডাকুন, সংলাপে বসুন। একতরফা নির্বাচন জনগণ মানবে না।’

সংক্ষিপ্ত সমাবেশে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, একতরফা নির্বাচন দেশে সংকট ও সহিংসতা বাড়াবে, যার দায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে নিতে হবে।

সমাবেশ ও মিছিল কর্মসূচিতে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম, ফাতেমা তাসনিম, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হাসান, জিলু খান, আনিসুর রহমান প্রমুখ।