জহির উদ্দিন স্বপন, আমিনুলসহ বিএনপির ২৩৪ জন গ্রেপ্তার

বিভিন্ন রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সিএমএম আদালতের হাজতখানা থেকে প্রিজন ভ্যানে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে
ফাইল ছবি

ঢাকায় বিএনপির এক কেন্দ্রীয় নেতাকে আটক ও ঢাকা মহানগর উত্তরের এক নেতাকে আট দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এর মধ্যে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে আটকের কথা জানিয়েছে বিএনপি। তবে পুলিশের পক্ষ থেকে গতকাল রাত পর্যন্ত বিষয়টি স্বীকার করা হয়নি।

এদিকে ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব আমিনুল ইসলামকে গতকাল বৃহস্পতিবার আট দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ভোরে রাজধানীর গুলশান থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে গতকাল সন্ধ্যা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারা দেশে বিএনপির আরও ২৩৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় ৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ, র‌্যাব ও আদালত সূত্রে জানা গেছে।

এ নিয়ে রাজধানীতে গত পাঁচ দিনে (২৮ অক্টোবর-২ নভেম্বর) মোট গ্রেপ্তার হলেন ১ হাজার ৮৯২ নেতা-কর্মী।

এদিকে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ও পরবর্তী হরতাল ও অবরোধকে ঘিরে ঢাকায় নতুন করে ১৭টি মামলা হয়েছে। বংশাল, পল্টন, মুগদা, সবুজবাগ, ওয়ারী, ডেমরা, যাত্রাবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল, বাড্ডা, বনানী ও মিরপুর থানায় এসব মামলা হয়েছে। এ নিয়ে গত পাঁচ দিনে রাজধানীতে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলার সংখ্যা ৬৬।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে ১৬ জেলায় গ্রেপ্তার হন ১৩৭ নেতা-কর্মী। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো তথ্যানুযায়ী, এ নিয়ে গত চার দিনে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৮৮০।

এর বাইরে মঙ্গলবার থেকে গতকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকাসহ বিভিন্ন জেলায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে নতুন মামলা হয়েছে ১৮টি। এ নিয়ে শনিবার ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষ, হত্যা, গাড়িতে আগুন, পরদিন সারা দেশে হরতাল এবং চলমান অবরোধ কর্মসূচিতে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গত রবি, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (পাঁচ দিনে) ঢাকাসহ সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মোট মামলা হয়েছে ১৪৫টি।

তিনটি আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার মামলায় আমিনুল রিমান্ডে

২৮ অক্টোবর সংঘর্ষের ঘটনায় করা পল্টন থানার মামলায় গতকাল ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক, ঢাকা মহানগর (উত্তর) যুবদলের সদস্যসচিব সাজ্জাদুল পারভেজ ও সদস্য গোলাম কিবরিয়ার আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় এ আদেশ দেন।

আমিনুল হকের রিমান্ড আবেদনে বলা হয়, সেদিন আসামিরা পুলিশ সদস্যদের পিটিয়ে পিস্তল, শটগান, একটা চায়নিজ রাইফেল ছিনিয়ে নেন। মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার করার জন্য আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

এদিকে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। গতকাল রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে বলেন, সন্ধ্যার পর গুলশান এলাকা থেকে জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র, উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, জহির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে এমন তথ্য তাঁর জানা নেই।

ঢাকার বাইরে গ্রেপ্তার আরও ১৩৭ জন

প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো তথ্যমতে, ১৭ জেলায় গতকাল আরও ১৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম অন্যতম।

এ ছাড়া ভাঙচুর, অগ্নিসংযোগ, বিস্ফোরণ, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে চুয়াডাঙ্গা, বগুড়া, কিশোরগঞ্জ, বগুড়া, লালমনিরহাট, রাজবাড়ী ও যশোরে বিএনপির নেতা–কর্মীদের বিরুদ্ধে নতুন আরও ১৮টি মামলা হয়েছে। এসব মামলায় ১৫০৮ জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাত হিসেবে আরও ১ হাজার ৭০ জনকে আসামি করা হয়েছে। লালমনিরহাটে তিন দিন আগে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে নিহত শ্রমিক ইউনিয়নের নেতা হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিবকে প্ররোচনাদানকারী হিসেবে আসামি করা হয়েছে।

অবরোধের প্রথম দিনে পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সমর্থকদের সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার কিশোরগঞ্জের ভৈরবে দুটি মামলা করেছে পুলিশ। দুই মামলায় আসামির সংখ্যা ৭৮৬। এই দুই মামলারই প্রধান আসামি ভৈরব উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম।