ব্রিটিশ হাইকমিশনের সঙ্গে বৈঠকের পর আমীর খসরু
দেশের জনগণের মতো গণতান্ত্রিক দেশগুলোরও প্রত্যাশা নিরপেক্ষ নির্বাচন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান পরিস্থিতি পরিবর্তনের একমাত্র উপায় হচ্ছে একটা নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশীদারত্বমূলক নির্বাচন। এ বিষয়ে বাংলাদেশের জনগণের মতো বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোরও একই প্রত্যাশা।
বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকের পর বিএনপির আমীর খসরু এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সারাহ কুক রুদ্ধদ্বার বৈঠক করেন। এ সময় দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির প্রধান আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। সারাহ কুকের সঙ্গে হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর টিমোথি ডকেট উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে আমীর খসরু সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে কথা হয়েছে। তিনি বলেন, নির্বাচন ছয় মাস পরে। এই নির্বাচনে সরকারের ভোট চুরির প্রকল্প অব্যাহত আছে। এই ভোট চুরির প্রকল্প ভাঙার একমাত্র পথ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন।
আমীর খসরু বলেন, গত এক সপ্তাহের প্রেক্ষাপট যদি ব্যাখ্যা করি—কত মানুষের মৃত্যু হয়েছে, কতজন আহত হয়েছে, কতজন গ্রেপ্তার হয়েছে, কত মামলা হয়েছে, কোথায় কোথায় ডিসি পোস্টিং হয়েছে, কোথায় কোথায় পুলিশ, ইউএনও পোস্টিং হয়েছে, নির্বাচনে চুরি করার যে প্রকল্প—এটা গত এক সপ্তাহের তথ্য, নির্বাচনে ভোট চুরির প্রকল্প অব্যাহত আছে।
এসব কারণে বাংলাদেশে নিরপেক্ষ সরকার ব্যতীত একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেন আমীর খসরু। তিনি বলেন, ‘এই ভোট চুরির প্রকল্প ভাঙার একমাত্র পথ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন। এই আলোচনা এখন সব জায়গায় চলছে। আমাদের আজকের আলোচনায় এগুলো উঠে এসেছে।’
নির্বাচনকালে আপনারা নির্দলীয় যে সরকারের কথা বলছেন, তাতে যুক্তরাজ্যের সমর্থন আছে কি না, জানতে চাইলে আমীর খসরু পাল্টা প্রশ্ন করে বলেন, শুধু যুক্তরাজ্য নয়, বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো বাংলাদেশে কেন আসছে, কেন তারা প্রতিনিধিমূলক, অংশীদারত্বমূলক, অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলছে? তারা কি অন্য কোনো দেশে যাচ্ছে?
এ প্রসঙ্গে আমীর খসরু মাহমুদ বলেন, বাংলাদেশে যদি সুষ্ঠু নির্বাচন হতো, তাহলে ব্রিটিশ হাইকমিশনারও এখানে এসে এসব আলোচনা করতেন না।