যশোরে তিনটি আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন
যশোরের ছয়টি আসনের মধ্যে তিনটিতেই প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। এর মধ্যে একটি আসন জোটের শরিক দলকে ছেড়ে দিয়েছে। এতে স্থানীয় নেতা–কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। অন্যদিকে নতুন করে মনোনয়ন পাওয়া নেতার অনুসারীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।