জাতিকে ‘ডাক’ দেওয়ার সময় এসেছে: আমীর খসরু
চলমান আন্দোলন এমন একটি পর্যায়ে এসে পৌঁছেছে যে জাতিকে একটি ‘ডাক’ বা একটি ‘বার্তা’ দেওয়ার সময় এসেছে, এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ সোমবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ছয়–দলীয় মোর্চা গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, ‘আগামী দিনের আন্দোলনে আমরা যৌথভাবে এগিয়ে যাব। এখানে সর্বস্তরের জনগণকে সমন্বিত করার উদ্দেশ্যে এই “ডাক” আজকে এখান থেকে দিচ্ছি। সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে এ আন্দোলনে যোগ দিতে এবং আন্দোলনকে সফল করার জন্য আমরা সবার সহযোগিতা চাইব। এ জন্য আমরা একটি যৌথ ঘোষণা দেব ১২ (জুলাই) তারিখে।’
আমীর খসরু বলেন, ‘আমরা যে ঘোষণাটা দেব, এ বিষয়ে আমরা ঐকমত্য হয়েছি।’
পরে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গত ৩১ ডিসেম্বর থেকে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন ও এ বিষয়ে ‘যৌথ ঘোষণাপত্র’ তৈরিতে নানা চড়াই-উতরাইয়ের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘অবশেষে যৌথ ঘোষণার কাজ আমরা এখন চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছি। বর্তমান স্বৈরতন্ত্রবিরোধী আওয়ামী কর্তৃত্ববাদী দুঃশাসনের বিরুদ্ধে যে গণ আন্দোলন, সে আন্দোলনে নতুন পর্যায়ে উন্নীত করার জন্য আমরা একমত হয়েছি।’
সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, জোনায়েদ সাকি, হাসনাত আবদুল কাইয়ুম, রফিকুল আলম বাবুল উপস্থিত ছিলেন।
গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক ও সংবাদ সম্মেলন শেষে গণ অধিকার পরিষদের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ফারুক হাসানের নেতৃত্বে দলটির একটি অংশের সঙ্গে বৈঠকে বসেন আমীর খসরু। আগামীকাল রাতে অলি আহমদের নেতৃত্বে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং নুরুল হকের নেতৃত্বে গণ অধিকার পরিষদের আরেক অংশের সঙ্গে বৈঠক করবে বিএনপি।