সরকারের কাছে বিদ্যুৎ ঘাটতির কারণ জানতে চান নজরুল ইসলাম খান

নজরুল ইসলাম খান
ফাইল ছবি

আওয়ামী লীগ সরকারের কাছে বিদ্যুৎ ঘাটতির কারণ জানতে চান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

নজরুল ইসলাম খান বলেছেন, ‘প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, আমাদের প্রয়োজনের থেকে দ্বিগুণ বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রয়েছে। উৎপাদনক্ষমতা বেশি হলে বেশি টাকা দিয়ে কুইক রেন্টালের চুক্তি কেন বারবার বাড়ানো হচ্ছে। গত আট বছরে বাজেটে বিদ্যুৎ খাতে সবচেয়ে বেশি ব্যয় করা হয়েছে। তাহলে এখন বিদ্যুৎ ঘাটতি কেন?’
আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশ কর্মসূচিতে নজরুল ইসলাম খান এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম বলেন, কুইক রেন্টালের নামে প্রতিবছর হাজার হাজার কোটি টাকা জনগণের পকেট থেকে কিছু ব্যক্তিকে দেওয়া হচ্ছে। সেই টাকার ভাগ বিভিন্ন জায়গায় যাচ্ছে। না গেলে অপ্রয়োজনীয় এ খাতে কেন টাকা ব্যয় করা হচ্ছে। তিনি বলেন, ‘আইন করা হয়েছে সংসদে এসব দুর্নীতি–অনাচারের বিরুদ্ধে কখনো আদালতে মামলা করা যাবে না। জনগণের টাকা লুট করা হবে, এ জন্য জনগণ আদালতে যেতে পারবে না।’

কর্মসূচিতে বক্তব্য দেন ঢাকা জেলা বিএনপির সভাপতি সালাউদ্দিন বাবু, সাধারণ সম্পাদক আবু আশফাক, কেরানীগঞ্জ থানা সভাপতি নিপুণ রায় চৌধুরী প্রমুখ।