পাতানো নির্বাচনের ফাঁদে কার্যকর বিরোধী দল অংশ নেয়নি: গণতন্ত্র মঞ্চ
কোনো লোভ, হুমকি, নির্যাতন চলমান আন্দোলন থেকে বিরত রাখতে পারবে না, এই বক্তব্য দিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তাঁরা বলেন, সরকার ভেবেছিল তাদের পাতানো নির্বাচনের ফাঁদে বিরোধী দলগুলো পা দেবে। কিন্তু রাজনৈতিকভাবে দেউলিয়া আওয়ামী লীগ, তাদের তল্পিবাহকেরা ছাড়া দেশের কার্যকর বিরোধী দলের কেউ এই নির্বাচনে অংশ নিচ্ছে না।
বিরোধী দলগুলোর দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে ছয়টি রাজনৈতিক দলের জোট ‘গণতন্ত্র মঞ্চ’ আজ রোববার দুপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশের আয়োজন করে। পুরানা পল্টনের মেহেরবা প্লাজার সামনে থেকে দুপুর সাড়ে ১২টার দিকে মিছিলটি বের হয়।
মিছিলটি বিজয়নগর মোড়, নাইটিঙ্গেল হয়ে তোপখানা রোড দিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সমাবেশে সভাপতিত্ব করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম।
সমাবেশে এই জোটের অন্যতম নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘আমরা আগেই বলেছিলাম, সরকার আসন ভাগাভাগির সমঝোতা করে প্রহসনের নির্বাচন করবে। সেটি বাস্তবে পরিণত হয়েছে। সরকারি দলের দেউলিয়াপনা এতটা প্রকট হয়েছে যে গাড়িতে আগুন দেওয়া ও সন্ত্রাসের অভিযোগে বিএনপির যে নেতার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল, এক দিনের মধ্যে তার মামলা প্রত্যাহার করে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনা কেবল নির্বাচন নিয়ে প্রসহনের বিষয়টিকেই প্রমাণিত করেনি বরং আইন, বিচারব্যবস্থা সবকিছুই যে সরকারের ইচ্ছানুযায়ী চলছে, তা–ও স্পষ্ট করে তুলেছে।’
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ বলেন, ১৫ বছর ধরে বাংলাদেশের নাগরিকেরা ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচনের অধিকার হারিয়ে ফেলেছেন। অবৈধভাবে ক্ষমতা দখল করে থাকা এই সরকারকে গণ-আন্দোলন গড়ে তুলে অপসারণ করা হবে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সরকার ভেবেছিল তাদের পাতানো নির্বাচনের ফাঁদে বিরোধী দলগুলো পা দেবে। কিন্তু রাজনৈতিকভাবে দেউলিয়া আওয়ামী লীগ, তাদের তল্পিবাহক আর কতিপয় নীতিভ্রষ্টরা ছাড়া দেশের কার্যকর বিরোধী দলের কেউ এই নির্বাচনে অংশ নিচ্ছে না।
সমাবেশে আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার। উপস্থিত ছিলেন জেএসডির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারি, যুগ্ম সম্পাদক বেলায়েত হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আকবর খান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক ইমরুল ইমন প্রমুখ।
গণফোরাম ও অন্যান্য দল
অবরোধ কর্মসূচির সমর্থনে আজ সকালে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক থেকে শুরু করে পুরানা পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত মিছিল করে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী, মহাসচিব আবদুল কাদের, কো–চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানী ও গণফোরাম তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ।
এ ছাড়া ১২–দলীয় জোট, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ঢাকার বিজয়নগর, পল্টন ও প্রেসক্লাব এলাকায় পৃথক পৃথক মিছিল ও সমাবেশ করে।