বাড়ি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে বিএনপির ঢাকা দক্ষিণের নেতাকে শোকজ
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক এবং সাবেক কাউন্সিলর হারুনুর রশিদ হারুনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে বাড়ি দখলের চেষ্টা, প্রাণ নাশের হুমকি, মামলা দিয়ে হয়রানি ও গণমাধ্যমে মিথ্যা সংবাদ পরিবেশনের অভিযোগ রয়েছে।
আজ শনিবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এ নোটিশ দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ১৭ জুন নয়াপল্টন নিবাসী জহিরুল ইসলাম রুমি নামের এক ব্যক্তি হারুনুর রশিদের নামে একটি অভিযোগপত্র দিয়েছেন।
অভিযোগের মধ্যে রয়েছে অভিযোগকারী জহিরুল ইসলামের বাড়ি পুনরায় দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকি, অভিযোগকারী ও তাঁর স্ত্রীর নামে বনানী ও যাত্রাবাড়ী থানায় মিথ্যা, হয়রানিমূলক হত্যা ও চাঁদাবাজির মামলা করতে অন্যকে প্ররোচিত করা, হারুনুর রশিদ ও তাঁর ভাবির দ্বারা ভুয়া আইনজীবী, ভুয়া সাংবাদিক দিয়ে বাড়ি দখলের চেষ্টা এবং অনলাইন ও নিউজ মিডিয়াতে মিথ্যা তথ্য প্রচার।
নোটিশে আরও উল্লেখ করা হয়, ৫ আগস্ট–পরবর্তী সময়ে হারুনুর রশিদের বিরুদ্ধে একই ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে সতর্ক করা হয়েছিল। এখন কেন তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা ৪ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে মহানগর কার্যালয়ে জানাতে বলা হয়েছে।