নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার ঢাকায় বিক্ষোভ করবে বিএনপি

বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে আগামী মঙ্গলবার ঢাকায় বিক্ষোভ করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

আজ রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।

বিএনপি নেতা আবদুস সালাম বলেন, ‘কোনো ধরনের ওয়ারেন্ট ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদকে গতকাল রাতে নয়াপল্টন থেকে গ্রেপ্তার করা হয়েছে। ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করতে তানভীরকে পুলিশ ঘেরাও করে গ্রেপ্তার করেছে। এর আগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনুকে গ্রেপ্তার করা হয়েছে। নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণের প্রতিটি থানা এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ করবেন।’

দেশে গণতন্ত্র নেই উল্লেখ করে আবদুস সালাম বলেন, ‘ভয় ও আতঙ্ক সৃষ্টি করে বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। রাতের আঁধারে নেতা-কর্মীদের বাসায় যাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রশ্ন করতে চাই, বিএনপি কী নিষিদ্ধ দল? বিএনপির নেতা-কর্মীদের জামিন হওয়ার পর জেলগেটে পুরোনো মামলায় গ্রেপ্তার করা হচ্ছে। এমন পরিস্থিতিতে আমরা কি বেঁচে থাকতে পারব?’

প্রধানমন্ত্রী ও অন্য মন্ত্রীরা বিএনপিকে সব সময় ধমক দেন উল্লেখ করে আবদুস সালাম বলেন, ‘দেশে কোনো আইনের শাসন নেই, বিচার নেই, গণতন্ত্র নেই। এমন পরিস্থিতিতে যাঁরা এখনো বিএনপিকে ছবক দেন আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যেতে, তাঁরা কি সুস্থ আছেন?’