রওশন ‘চুপ’, জাপার মহাসচিবসহ তিন নেতার ‘ভিডিও বার্তা’

রওশন এরশাদ ও জি এম কাদের
প্রথম আলো ফাইল ছবি

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করার ঘোষণা দিয়ে রওশন এরশাদ যে বিবৃতি দিয়েছেন, সেটাকে ‘ভুয়া’ বলছেন দলের মহাসচিব মো. মুজিবুল হক (চুন্নু)। আজ মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে বিবৃতি দিয়ে তিনি এ দাবি করেন। একই সঙ্গে তিনি একটি ভিডিও বার্তাও দেন। একই বিষয়ে দলের আরও দুজন প্রেসিডিয়াম সদস্যও পৃথক বিবৃতি ও ভিডিও বার্তা দিয়েছেন।

বিবৃতি ও ভিডিও বার্তায় জাপার মহাসচিব মুজিবুল হক বলেন, গঠনতন্ত্র অনুযায়ী কেউ ইচ্ছা করলেই চেয়ারম্যানকে অব্যাহতি দিতে পারেন না। গঠনতন্ত্রের বাইরে কেউই কিছু করতে পারবেন না। জাতীয় পার্টির নেতা-কর্মীরা গোলাম মোহাম্মদ কাদেরের (জি এম কাদের) নেতৃত্বে ঐক্যবদ্ধ আছেন। জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত কিছু ব্যক্তি ম্যাডামের (রওশন এরশাদ) নাম ব্যবহার করে এমন একটি ভুয়া খবর দিয়েছেন। এমন কোনো ঘটনা ঘটেনি এবং ঘটার সুযোগও নেই। তিনি ভুয়া খবরে বিভ্রান্ত না হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

এর আগে দুপুরে রওশন এরশাদের নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা-সম্পর্কিত তাঁর সই করা এক বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়। আড়াই লাইনের ওই বিবৃতিতে বলা হয়, ‘আমি বেগম রওশন এরশাদ, এমপি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান এই মর্মে ঘোষণা করছি যে পার্টির সিনিয়র নেতাদের পরামর্শে ও সিদ্ধান্তক্রমে দলের গতিশীলতা বজায় রাখার স্বার্থে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম।’

কাজী লুৎফুল কবীর নামের এক ব্যক্তি ‘প্রেস নোট (জাপা) ’ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই বিজ্ঞপ্তি দেন। কাজী লুৎফুল কবীর দীর্ঘদিন ধরে এই গ্রুপ থেকেই রওশন এরশাদসহ তাঁর পক্ষের নেতাদের বিবৃতি পাঠিয়ে আসছেন। এই বিবৃতির পাশাপাশি ছয়জন প্রেসিডিয়াম সদস্যের স্বাক্ষরসংবলিত একটি কার্যবিবরণীও পাঠানো হয়। যেখানে রওশনকে চেয়ারম্যান করার সিদ্ধান্ত হয়েছে বলে উল্লেখ করা হয়।

এ বিষয়ে জাপার মহাসচিব বলেন, ‘জাতীয় পার্টির যে কয়জন কো–চেয়ারম্যানের নাম ব্যবহার করে খবরটি করা হয়েছে, তাঁদের প্রত্যেকের সঙ্গে আমার কথা হয়েছে। তাঁরা জানিয়েছেন, তাঁরা এমন কোনো সিদ্ধান্তে সহায়তা করেননি এবং স্বাক্ষর করেননি।’

ছয়জন প্রেসিডিয়াম সদস্যের মধ্যে সৈয়দ আবু হোসেন ও শফিকুল ইসলাম গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা বলেছেন, জি এম কাদেরই জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে বহাল আছেন। তাঁর নেতৃত্বেই দল ঐক্যবদ্ধ আছে। রওশন এরশাদ দলের প্রধান পৃষ্ঠপোষক, তিনি তাঁদের মায়ের মতো।

এ বিষয়ে রওশন এরশাদের সঙ্গে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করা হয়। তাঁকে মুঠোফোনে খুদে বার্তাও পাঠানো হয়। কিন্তু তিনি সাড়া দেননি।

তবে রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ্ প্রথম আলোকে বলেন, একটি ভুয়া বিবৃতি গণমাধ্যমে ছড়ানো হয়েছে। বিভ্রান্তি সৃষ্টির জন্য এটা কেউ করে থাকতে পারে।

আরও পড়ুন