ছাত্রদলের আট নেতাকে তুলে নেওয়ার অভিযোগ
গত কয়েক দিনে জাতীয়তাবাদী ছাত্রদলের আট নেতা–কর্মীকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে সাদাপোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন সংগঠনটির নেতারা। তাঁরা বলছেন, পরিবার ও সংগঠনের পক্ষ থেকে অনেক জায়গায় খোঁজ নিয়েও তাঁদের সন্ধান পাওয়া যায়নি। আজ শুক্রবার এক বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন এ অভিযোগ করেন।
ছাত্রদলের নিখোঁজ আট নেতা–কর্মী হলেন কেন্দ্রীয় সহসভাপতি এইচ এম আবু জাফর, সাবেক সহসভাপতি তবিবুর রহমান, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবু হান্নান তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম আল নাসের, বিজয় একাত্তর হলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, কবি নজরুল সরকারি কলেজ শাখার জ্যেষ্ঠ সহসভাপতি ইরফান আহমেদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি ফেরদৌস মাহমুদ ও তেজগাঁও কলেজ শাখার নেতা নাজমুল হাসান।
বিবৃতিতে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক শিগগিরই নিখোঁজ নেতা-কর্মীদের গণমাধ্যমের সম্মুখে হাজির করার আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় উদ্ভূত যেকোনো পরিস্থিতির দায়ভার সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই নিতে হবে।