জামায়াত আমিরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

জামায়াতের আমির শফিকুর রহমানছবি: জামায়াতে ইসলামী ফেসবুক পেজ থেকে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের দাখিল করা মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার দুপুরে মনোনয়নপত্র বাছাই শেষে এটি বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী। 

দলীয় সূত্র জানায়, জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে শফিকুর রহমান নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ায় কোনো ধরনের ত্রুটি বা আপত্তি না পাওয়ায় তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এ জামায়াতের আমিরের পক্ষে তাঁর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঢাকা মহানগরীর মোট ১৫টি সংসদীয় আসনের মধ্যে এবার ১১টিতে প্রার্থী দিয়েছে দলটি। সব আসনেই তাদের মনোনীত প্রার্থীর দাখিল করা মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে।

আরও পড়ুন

মিরপুরের একাংশ ও কাফরুল থানা এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৫ আসনে এ নিয়ে দ্বিতীয়বার সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন শফিকুর রহমান। ২০১৮ সালের নির্বাচনে তিনি জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকের প্রার্থী হয়েছিলেন। সেবার তিনি ধানের শীষ প্রতীকে অংশ নিয়েছিলেন। এবার দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে ভোট করবেন তিনি। তাঁর স্ত্রী আমেনা বেগম অষ্টম জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সদস্য ছিলেন।