ঢাকার দুটি সমাবেশ অনুষ্ঠিত হয় মিরপুর–১০ নম্বরে ও যাত্রাবাড়ীতে। দুটি সমাবেশে বক্তারা বলেন, যুবলীগ মানুষের জানমাল রক্ষায় রাজপথে থাকবে। জনজীবনের যে কোনো ব্যাঘাত ঘটালে দাঁতভাঙা জবাব রাজপথেই দেওয়া হবে।

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বরে আয়োজিত শান্তি সমাবেশে ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন। আর যাত্রাবাড়ী চৌরাস্তা শেখ রাসেল পার্কের সামনের সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন। পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম। যুবলীগের কেন্দ্রীয় নেতারা দুটি সমাবেশে ভাগ হয়ে বক্তৃতা করেন।