প্রথম ২ ঘণ্টায় ভোট পড়ার হার ৭ শতাংশ, ধারণা ইসির

নির্বাচন কমিশন

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের প্রথম দুই ঘণ্টায় ৭ শতাংশের মতো ভোট পড়েছে বলে ধারণা করছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান।

সকাল ৮টা থেকে দেশের ১৫৬টি উপজেলায় ভোট গ্রহণ চলছে।

আজ বেলা ১১টার দিকে অশোক কুমার দেবনাথ প্রথম আলোকে বলেন, ভোট শুরুর মাত্র দুই ঘণ্টা পার হয়েছে। বিভিন্ন জেলা থেকে পাওয়া তথ্য অনুযায়ী একেক অঞ্চলে ভোটের হার একেক রকম। কোথাও ১০ শতাংশের মতো, আবার কোথাও ৩ শতাংশের মতো ভোট পড়েছে। সব মিলিয়ে প্রথম দুই ঘণ্টায় ৭ শতাংশের মতো ভোট পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটের হার আরও বাড়বে বলে তাঁরা আশা করছেন।

১৫৬টি উপজেলায় ভোটকেন্দ্রের সংখ্যা ১৩ হাজার ১৬টি। এই ধাপের মোট ভোটার ৩ কোটি ৫২ লাখ ৪ হাজার ৭৪৮ জন। তার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ কোটি ৭৯ লাখ ৫ হাজার ৪৬৪ জন। নারী ভোটার ১ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৪৭ জন ও হিজড়া ভোটার রয়েছেন ২৩৭ জন। 

প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোট হয় ৮ মে। সেই ধাপে ভোট পড়েছিল ৩৬ দশমিক ১ শতাংশ। তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে ও চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ৫ জুন ভোট হবে।