১০ এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস ঘোষণার দাবি জেএসডির

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)ছবি: সংগৃহীত

১০ এপ্রিলকে ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণা দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। পাশাপাশি দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দেওয়ারও দাবি জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানান জেএসডির নেতারা। এতে সভাপতিত্ব করেন জেএসডির জ্যেষ্ঠ সভাপতি তানিয়া রব। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ।

আলোচনা সভার শুরুতে ‘১০ এপ্রিল: প্রজাতন্ত্র দিবস ’৭১ ও ২৪-এর দার্শনিক মেলবন্ধন’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন শহীদুল্লা ফরায়েজী।

সভাপতির বক্তব্যে তানিয়া রব বলেন, ‘১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকারের নেতারা সাম্য, সামাজিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিতের ভিত্তিতে একটি স্বাধীনতার ঘোষণাপত্র তৈরি করেছিলেন। এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণার দাবি জানাচ্ছি।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ১০ এপ্রিলের ঘোষণাপত্রকে কেন্দ্র করে জনগণ ঐকবদ্ধ হয়েছিল। এই দিনটি ইতিহাসে থাকলেও অন্যান্য দেশের মতো পালন করা হয় না।    

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান (মঞ্জু), রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার ও সম্পাদক রেজাউল করিম তালুকদার, আইনজীবী আরিফ খান, রাজনৈতিক বিশ্লেষক হেলালুজ্জামান প্রমুখ।