বিলম্ব না করে জুলাই সনদের খসড়া উপস্থাপন করুন: এবি পার্টি

জাতীয় ঐকমত‍্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুছবি: প্রথম আলো

জুলাই গণ–অভ‍্যুত্থানের এক বছর পূর্তির আগেই জুলাই সনদের খসড়া উপস্থাপন করতে জাতীয় ঐকমত্য কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

আজ সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত‍্য কমিশনের বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি এ দুটি বিষয়ে আজ আলোচনা অনুষ্ঠিত হয়। এবি পার্টির পক্ষ থেকে আলোচনায় এক ব‍্যক্তি যাতে একই সঙ্গে দলীয় প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা হতে না পারেন, সে বিষয়ে সংবিধানে নীতি প্রণয়ন করার প্রস্তাবকে সমর্থন জানানো হয়।

দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান একই ব‍্যক্তি হলে ক্ষমতার অপব্যবহার ও দলীয়করণ কীভাবে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করে, তা আমরা অতীতে বহুবার দেখেছি। গণভবনে রাষ্ট্রীয় পদ ব‍্যবহার করে দলের সম্মেলন অনুষ্ঠান করা ও বিভিন্ন জেলা সফরে গেলে রাষ্ট্রীয় প্রটোকল ব‍্যবহার করার কারণে সরকারি রাজনৈতিক দল বিশেষ সুবিধাপ্রাপ্ত হয়, যা বৈষম‍্যের নামান্তর।’

মজিবুর রহমান বলেন, বিএনপি উপস্থাপিত ৩১ দফার চতুর্থ পয়েন্টে আইনসভা, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম‍্য প্রতিষ্ঠার যে অঙ্গীকার করা হয়েছে, তার সঙ্গে এই প্রস্তাব সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। যতটুকু আলোচনা হয়েছে, তাতে সন্তোষ প্রকাশ করে অবিলম্বে জুলাই সনদের খসড়া উপস্থাপন করার জন্য ঐকমত‍্য কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।

রাষ্ট্র পরিচালনার মূলনীতি প্রসঙ্গে মঞ্জু বলেন, ‘সাম‍্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিকে যুক্ত করার প্রস্তাবকে আমরা সমর্থন ও স্বাগত জানাই।’

আজকের আলোচনায় অংশ নিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী, বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলনসহ ৩০টি রাজনৈতিক দল।

আলোচনায় সভাপতিত্ব করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, আইয়ুব মিয়া।