বিএনপির মিডিয়া সেল থেকে কাদের গণি চৌধুরীর সদস্যপদ স্থগিত
বিএনপির মিডিয়া সেলের সদস্য কাদের গণি চৌধুরীর সদস্যপদ স্থগিত করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে দলটি।
সোমবার রাতে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ আলমগীর ও সদস্যসচিব শহীদউদ্দিন চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি পাঠানো হয়। এতে বলা হয়, কাদের গণি চৌধুরীকে দলীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিএনপির মিডিয়া সেলের সদস্যপদ ও সেলের সব কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হলো।
জানতে চাইলে শহীদউদ্দিন চৌধুরী সোমবার রাতে প্রথম আলোকে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।