জাতীয় প্রেসক্লাবের সামনে আজ শনিবার দুপুরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এবি পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম এসব অভিযোগ করেন। দেশের বিভিন্ন স্থানে বিস্ফোরণের সুষ্ঠু তদন্ত, আহত ও নিহত ব্যক্তিদের পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে এই সমাবেশের আয়োজন করে এবি পার্টি।

তাজুল ইসলাম অভিযোগ করেন, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে বিশেষ করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, গ্যাস কোম্পানি, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন, এসব প্রতিষ্ঠান থেকে সরকার জোরজবরদস্তিমূলক অতিরিক্ত অর্থ উত্তোলন করে উন্নয়নের নামে লুটপাট করেছে। এই প্রতিষ্ঠানগুলো আর্থিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হয়েছে। ফলে মানুষকে যথাযথ সেবা দিতে পারছে না। বিশেষ করে রক্ষণাবেক্ষণ বিঘ্নিত হওয়ার কারণে এই দুর্ঘটনাগুলো সংঘটিত হচ্ছে।

কিছু অসৎ ও চাটুকার আমলা জড়িত থাকায় এই লুটপাটগুলো বেশি হচ্ছে অভিযোগ করে তাজুল ইসলাম বলেন, বিস্ফোরণে হতাহত ব্যক্তিদের যে পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, তা হলো মরুভূমিতে এক ফোঁটা পানি দেওয়ার শামিল।

সমাবেশে দলের যুগ্ম আহ্বায়ক মেজর (অব.) আবদুল ওহাব মিনার বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা ও দায়িত্বহীনতার কারণে এসব দুর্ঘটনা ঘটে থাকে, যা সহজেই এড়ানো যেত।

যুব পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম ইলিয়াস আলীর পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন পার্টির সহকারী সদস্যসচিব এম আমজাদ খান, যুব পার্টির সদস্যসচিব শাহাদাতুল্লাহ টুটুল, গাজীপুর মহনগরীর আহ্বায়ক প্রকৌশলী আলমগীর হোসেন, ঢাকা মহনগরীর যুগ্ম আহ্বায়ক গাজী নাসির, মহানগর উত্তরের সদস্যসচিব ফিরোজ কবির, যুব নেতা মাসুদ জমাদ্দার রানা প্রমুখ।