জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: এবি পার্টি

ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বিএনপি ও সমমনা দলগুলোর দেশব্যাপী অবরোধ কর্মসূচির তৃতীয় দিনে আজ বৃহস্পতিবার এবি পার্টির নেতারা এ অঙ্গীকার করেন।

অবরোধ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে দলের নেতারা সকালে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত হয়ে বিক্ষোভ করেন। তাঁরা হামলা, সন্ত্রাস ও গ্রেপ্তারের প্রতিবাদ এবং অবরোধ সফল করার আহ্বান জানিয়ে স্লোগান দেন।

সমাবেশে এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী বলেন, অবরোধের প্রতি জনগণের সমর্থন বুঝিয়ে দিয়েছে এই সরকারের কোনো বৈধতা নেই। জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এবি পার্টি লড়াই–সংগ্রাম চালিয়ে যাবে।

আগামী দিনে যেকোনো কর্মসূচিকে সফল করে তোলার জন্য দেশবাসীর সমর্থন কামনা করেন সোলায়মান চৌধুরী।

সমাবেশে আরও বক্তব্য দেন দলের যুগ্ম আহ্বায়ক আবদুল ওহাব, দলের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সহকারী সদস্যসচিব আনোয়ার সাদাত, যুব পার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইনসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা।