‘দুর্নীতি, দুঃশাসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির’ প্রতিবাদে পদযাত্রা কর্মসূচির আয়োজন করে গণ অধিকার পরিষদ
ছবি: প্রথম আলো

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি বাংলাদেশে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিকে জোরালো করেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক। আজ শুক্রবার বিকেলে গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের এক পদযাত্রা কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

গণ অধিকার পরিষদের পদযাত্রাটি রাজধানীর পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। পরে সেটি ফকিরাপুল, কাকরাইল হয়ে জাতীয় প্রেসক্লাব ঘুরে আবার কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।

‘দুর্নীতি, দুঃশাসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির’ প্রতিবাদে এই পদযাত্রা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে সমাবেশে নুরুল হক বলেন, ‘বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের যে দাবি  জানাচ্ছে, তা আমরাও চাই। যুক্তরাষ্ট্র যে ভিসা নীতি নিয়েছে, তা এই দাবিকে আরও জোরালো করেছে।’

বর্তমান সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় দাবি করে নুরুল হক বলেন, ‘বাংলাদেশের আরও বন্ধুরাষ্ট্র আছে, তাদের আহ্বান জানাব, দেশে ভোটের পরিবেশ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের মতো একই সিদ্ধান্ত নিতে, মানবাধিকারের পক্ষে অবস্থান নিতে।’  

পদযাত্রা কর্মসূচিতে গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, হাসান আল মামুন, ফারুক হাসান, বিপ্লব কুমার, আবু হানিফ, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুল মালেক, সদস্যসচিব আহমাদ ইসমাঈল, মহানগর উত্তর আহ্বায়ক মিয়া মশিউজ্জামান, সদস্যসচিব জিয়াউর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।