এবি পার্টির চেয়ারম্যান নির্বাচনে ভোট দিচ্ছেন দলের কাউন্সিলররা

এবি পার্টির নতুন চেয়ারম্যান নির্বাচনে ভোট দিচ্ছেন এক কাউন্সিলর। আজ শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানেছবি: প্রথম আলো

আমার বাংলাদেশ (এবি) পার্টির নতুন চেয়ারম্যান পদে নির্বাচনের ভোট গ্রহণ চলছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। আজ শুক্রবার সকাল নয়টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে রাত নয়টা পর্যন্ত। সারা দেশ থেকে আসা কাউন্সিলররা সশরীর ও অনলাইনের মাধ্যমে ভোট দিতে পারবেন।

এবি পার্টির চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এ এফ সোলায়মান চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্যসচিব মজিবুর রহমান (মঞ্জু) এবং যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) দিদারুল আলম। প্রায় ২ হাজার ৮০০ কাউন্সিলরের ভোটে এই তিনজনের মধ্য থেকে একজন চেয়ারম্যান নির্বাচিত হবেন।

বেলা ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে দেখা যায়, চেয়ারম্যান পদে ভোট গ্রহণ চলছে। দেশের বিভিন্ন জেলা থেকে এবি পার্টির কাউন্সিলররা ভোট দিতে আসছেন।

ভোটপ্রক্রিয়া পরিচালনায় আটটি বিভাগের জন্য আটটি নিবন্ধন বুথ ও একটি নির্বাচনী বুথ বসানো হয়েছে। নিবন্ধন বুথে নিবন্ধনের পর নির্বাচনী বুথে গিয়ে কাউন্সিলররা ভোট দিচ্ছেন।

নিবন্ধন বুথের সামনেই ছিলেন এবি পার্টির চেয়ারম্যান পদে প্রার্থী হওয়া দলটির প্রতিষ্ঠাতা সদস্যসচিব মজিবুর রহমান। তিনি সাংবাদিকদের বলেন, দলের তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে তাঁরা তাঁকে ভোট দেবেন বলে আশা করছেন। ভোটে যিনিই নির্বাচিত হন না কেন, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এ ছাড়া বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও এবি পার্টি দলের ভেতরে গণতন্ত্রচর্চার উদ্যোগ নেওয়ায় বিভিন্ন রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা তাঁদের অভিনন্দন জানিয়েছেন।

ভোট দিতে সারিতে দাঁড়িয়েছেন এবি পার্টির কাউন্সিলররা
ছবি: প্রথম আলো

আজ ভোট গ্রহণ শেষে আগামীকাল শনিবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা অনুষ্ঠানটি উদ্বোধন করবেন। বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠান উপলক্ষে এরই মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে মঞ্চ নির্মাণ করা হয়েছে। মঞ্চের সামনে বসানো হয়েছে চেয়ার-টেবিলও। এখন মঞ্চসজ্জার কাজ চলছে।

ভোটের ফলাফল কবে জানানো হবে, তা নিশ্চিত করতে পারেননি এবি পার্টির সংশ্লিষ্ট নেতারা। আজ রাতে ভোট গ্রহণ শেষে রাতের মধ্যে বা আগামীকাল সকালে পার্টির প্রথম জাতীয় কাউন্সিলে ভোটের ফলাফল জানানো বলে ধারণা করা হচ্ছে।