২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি দাবি

কমিউনিস্ট পার্টি (সিপিবি)

২৫ মার্চ গণহত্যা দিবসকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে আলোক প্রজ্বালন ও সংক্ষিপ্ত সমাবেশে দলটির নেতারা এই দাবি জানান।

এতে সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে সিপিবির নেতারা বলেন, শহীদদের স্বপ্ন এখনো পূরণ হয়নি। দেশে এখন পাকিস্তানি ভাবাদর্শ, অর্থনীতি পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। ধনবৈষম্য ও শ্রেণি বৈষম্য প্রতীয়মান।

সিপিবি নেতাদের অভিযোগ, দেশে ২২ পরিবারের জায়গায় এখন ৯৪ হাজারের বেশি কোটিপতি সৃষ্টি হয়েছে। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ ও সমাজতন্ত্রের অঙ্গীকার থেকে দূরে সরে গেছে শাসকগোষ্ঠী।

 দেশ থেকে গণতন্ত্র হরণ করা হয়েছে মন্তব্য করে সিপিবি নেতারা আরও বলেন, আজ দেশ থেকে সমাজতন্ত্র নির্বাসিত। রাষ্ট্রীয় পর্যায় থেকে সাম্প্রদায়িক গোষ্ঠীর সঙ্গে যোগসাজশে শিক্ষাব্যবস্থা ও পাঠ্যসূচি সাম্প্রদায়িকীকরণ করা হচ্ছে।

এ সময় বাম-প্রগতিশীল ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে অবস্থান নিয়ে একাত্তরের চেতনায় মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য লড়াইয়ের আহ্বান জানানো হয়।

 আলোক প্রজ্বালন-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ প্রমুখ।