আ.লীগ প্রার্থী জিতলে মানুষ যত না খুশি হতো, তার চেয়ে বেশি হয়েছে সুষ্ঠু নির্বাচনে: কাদের

ওবায়দুল কাদের
ফাইল ছবি

বর্তমান সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব, তা গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, গাজীপুর সিটিতে আওয়ামী লীগের প্রার্থী জিতলে মানুষ যত না খুশি হতো, তার চেয়ে বেশি খুশি হয়েছে নির্বাচন সুষ্ঠু হওয়ায়।

আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে এ কথা বলেন ওবায়দুল কাদের। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।  

ওবায়দুল কাদের বলেন, ‘এই নির্বাচনে একটা বিষয় পরিষ্কার হয়েছে যে বিএনপি এত দিন মিথ্যাচার করে আসছে। এই সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে তাদের যে অভিযোগ, সেটি মিথ্যা প্রমাণিত হয়েছে। গাজীপুর সিটি নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে, বর্তমান সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব।’

গাজীপুরে নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের বিজয় হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বিজয়ী হলে দেশের মানুষ যতটা খুশি হতো, তার চেয়ে বেশি খুশি হয়েছে ফ্রি অ্যান্ড ফেয়ার (অবাধ ও সুষ্ঠু) নির্বাচন হওয়ায়। এ জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই, জনগণকে ধন্যবাদ জানাই এবং বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানাই।’

গাজীপুর, নারায়ণগঞ্জ ও রংপুরের নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘এগুলোর মতো ভবিষ্যতে আরও চারটি সিটি করপোরেশন নির্বাচন এবং জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।’

ওবায়দুল কাদের বলেন, জাতির পিতা দেশ দিয়ে গেছেন। আজ তাঁর কন্যা শেখ হাসিনা উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

জ্বালানিসংকট বর্তমানে সারা বিশ্বের সংকট উল্লেখ করে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, শেখ হাসিনা কিছুদিন আগে দেশের বাইরে গেছেন। দুই দিনের জন্য আবার কাতারে গেছেন। সেখানকার আমিরের সঙ্গে চুক্তি করেছেন। দেশের জন্য জ্বালানি নিশ্চয়তা নিয়ে এসেছেন। কাতারের আমির আশ্বস্ত করেছেন যে বাংলাদেশে জ্বালানির সংকট হবে না। প্রধানমন্ত্রী নিজের জন্য বিদেশে যাননি। তিনি গেছেন দেশের মানুষের জন্য।

প্রধানমন্ত্রী জনগণের ভাগ্যের উন্নয়ন চান উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ দেশের মানুষের ভাগ্যোন্নয়নের জন্য, গরিব মানুষ যাতে কষ্ট না পায়, সাধারণ মানুষ যেন ভোগান্তিতে না পড়ে, নিত্যপণ্য যাতে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকতে পারে, তার জন্য প্রধানমন্ত্রীর রাতে ঘুম নেই। নিজের ঘুমকে, আরামকে তুচ্ছ করে দেশের জন্য অবিরাম কাজ করে যাচ্ছেন তিনি।