কক্সবাজার–১–এ আওয়ামী লীগের প্রার্থী সালাহ উদ্দিনের প্রার্থিতা বাতিলই থাকল

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী সালাহ উদ্দিন আহমদের প্রার্থিতা বাতিল বহাল রেখেছে নির্বাচন কমিশন।

আজ শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুনানি শেষে এ রায় দেয় কমিশন।

এর আগে ঋণখেলাপির দায়ে সালাহ উদ্দিনের প্রার্থিতা বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তার এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিলেন সালাহ উদ্দিন। তবে তাঁর আবেদন নামঞ্জুর করে দিল কমিশন। ফলে সালাহ উদ্দিনের প্রার্থিতা বাতিল বহাল থাকল।

আরও পড়ুন

এই আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।