বাস্তবতা এমন যে একটি নির্বাচনও সম্ভব নয়: জোনায়েদ সাকি

‘ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক প্রস্তাব’ শীর্ষক মতবিনিময় সভায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে
ছবি: সংগৃহীত

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বর্তমানে এমন বাস্তবতা হাজির হয়েছে যে একটি নির্বাচনও সম্ভব নয়। গত ৩০ বছরে শাসকশ্রেণির দলগুলো এই বন্দোবস্ত টিকিয়ে রেখেছে। যারাই ক্ষমতায় গেছে, তারাই ক্ষমতাকে ব্যবহার করে টাকা বানিয়েছে। ক্ষমতার বন্দোবস্ত পরিবর্তনের জন্য শাসনব্যবস্থা পরিবর্তনের আওয়াজ ওঠা খুব জরুরি।

আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গণসংহতি আন্দোলনের উদ্যোগে ‘ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক প্রস্তাব’ শীর্ষক মতবিনিময় সভায় জোনায়েদ সাকি এসব কথা বলেন।

গণসংহতি আন্দোলনের উদ্যোগে আয়োজিত ‘ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক প্রস্তাব’ শীর্ষক মতবিনিময় সভায় আলোচকেরা। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে
ছবি: সংগৃহীত

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, শাসকগোষ্ঠীর মধ্যে যত বিরোধই থাকুক, তাদের অভ্যন্তরীণ ঐক্য এক। একটা পরিবর্তন প্রয়োজন। এই পরিবর্তনটা সবাইকে উপলব্ধি করতে হবে।

সব রাজনৈতিক দলের প্রস্তাবগুলো একত্রিত করলে একটি অভিন্ন পথ হয়তো পাওয়া যেতে পারে বলে আশা প্রকাশ করেন গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক।

সভায় রাজনৈতিক প্রস্তাব উপস্থাপন করেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন, ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব হাবিবুর রহমানসহ প্রমুখ।