বিএনপি-জামায়াতকে হুঁশিয়ার করলেন আ জ ম নাছির

জেলা পরিষদ চত্বরে নগর আওয়ামী লীগ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন আ জ ম নাছির উদ্দীন। চট্টগ্রাম, ২০ জুলাই
ছবি: সৌরভ দাশ

বিএনপি-জামায়াতের উদ্দেশে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আগুন নিয়ে খেলতে যাবেন না। হাত পুড়ে যাবে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ জেগে উঠলে দাঁড়াতে পারবেন না।

আজ বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদ চত্বরে নগর আওয়ামী লীগ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। ‘চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চুর প্রধান নির্বাচনী কার্যালয়ে বিএনপি ও জামায়াতের পরিকল্পিত হামলার মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে’ এ সমাবেশ করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

উল্লেখ্য, গতকাল বুধবার বিকেলে বিএনপির পদযাত্রা থেকে মো. মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়। এরপর এক কিলোমিটারের মতো দূরে অবস্থিত বিএনপির কার্যালয়ে পাল্টা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

আজকের সমাবেশে বিএনপির উদ্দেশে আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘আপনারা ভেবেছিলেন আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন আপনাদের ক্ষমতায় বসিয়ে দেবে। কিন্তু সেই আশা ভঙ্গ হয়েছে। জনগণের ওপর আস্থা নেই আপনাদের। কারণ, জনগণ আপনাদের প্রত্যাখান করেছে।’ তিনি আরও বলেন, আওয়ামী লীগের ওপর আঘাত এলে চুপ থাকবে না নেতা-কর্মীরা। কর্মসূচি পালনের অনুমতিও পাবেন না তখন।

মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, সন্ত্রাস ও ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে। এটা প্রতিবাদ সভা নয়, এটা বিএনপি–জামায়াতের নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভা।

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু বলেন, ‘আমীর খসরু মাহমুদ চৌধুরীর ইশারায় এই হামলা হয়। আমি তাঁকে সাবধান করে দিয়ে বলি, যদি আওয়ামী লীগ জেগে ওঠে, তাহলে আপনি এই শহরে হাঁটতে পারবেন না।’ তিনি বলেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধির বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যেতে হবে।

নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী ও ইব্রাহিম হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন সহসভাপতি খোরশেদ আলম সুজন ও আলতাফ হোসেন চৌধুরী, নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, নগর কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য সংসদ সদস্য নোমান আল মাহমুদ, হাসান মাহমুদ হাসনী, শফিক আদনান, চন্দন ধর, মশিউর রহমান প্রমুখ।