আহত ছাত্রদল নেতা-কর্মীদের দেখতে হাসপাতালে জোনায়েদ সাকি

জোনায়েদ সাকি রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে ছাত্রদল নেতা-কর্মীদের দেখতে যান
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগের হামলায় আহত ছাত্রদল নেতা-কর্মীদের দেখতে হাসপাতালে যান গণসংহতি আন্দোলনের সভাপতি জোনায়েদ সাকি। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, সরকারি দলের ছাত্রসংগঠন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিপীড়নের কারাগারে পরিণত করেছে।

জবাবদিহিহীন রাষ্ট্রক্ষমতার বলেই তারা এটা করছে। আজ রোববার বেলা ১১টায় জোনায়েদ সাকি রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে যান। সেখানে ছাত্রলীগের নৃশংস হামলায় আহত ছাত্রদল নেতা ইজাবুল ইসলাম, ত্বন্নী মল্লিক, জান্নাতুল ফেরদৌস ও ইমরান হোসেন চিকিৎসাধীন।

জোনায়েদ সাকি আহত ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সে দিনের হামলার ঘটনা সম্পর্কে শোনেন। তিনি একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

হাসপাতালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান, সহসভাপতি সাদিক রেজা, সাধারণ সম্পাদক সৈকত আরিফ, সহসাধারণ সম্পাদক ফাতেমা রহমান প্রমুখ।