উই শ্যাল ওভারকাম: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘চতুর্দিকে অনেকে অন্ধকার দেখেন, হতাশা দেখেন। আমি তাতে বিশ্বাস করি না। আমি অত্যন্ত আশাবাদী, আমরা পারব। আমি বিশ্বাস করি, উই শ্যাল ওভারকাম।’

আজ মঙ্গলবার জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ভার্চ্যুয়াল বিজ্ঞান মেলার ভার্চ্যুয়াল আলোচনায় অংশ নিয়ে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘দেশের মানুষ ভয়াবহ একটা দুঃসময় অতিক্রম করছে। খালেদা জিয়া, যিনি অন্যায়ভাবে বন্দী হয়ে রয়েছেন। আমাদের ৩৫ লাখ মানুষ মিথ্যা মামলার আসামি হয়ে আছে। শুধু বিএনপির নয়, বাংলাদেশের মানুষ ভয়াবহ একটা অবস্থার মধ্যে, দুঃসময়ের মধ্যে কাটাচ্ছে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’

বিজ্ঞান মেলার ‘গ’ বিভাগের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, ‘একদিকে যেমন বিজ্ঞানচর্চার মধ্য দিয়ে এগোতে হবে। অন্যদিকে ঠিক একইভাবে রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে, গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। মুক্ত করতে হবে বাংলাদেশ। সৃষ্টি করতে হবে শহীদ জিয়াউর রহমানের স্বপ্নের সেই দেশ। ১৯৭১ সালের স্বাধীনতার যে চেতনা সেই চেতনাকে বাস্তবায়ন করতে হবে, এই রাষ্ট্রকে নির্মাণ করতে হবে।’

নিজের আশাবাদ ব্যক্ত করে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমাদের অনেক বয়স হয়ে গেছে, আমরা কিছুদিন পর এই পৃথিবীতে থাকব না। কিন্তু তোমরা যারা আজ প্রজেক্ট নিয়ে এসেছ, তোমাদের সংখ্যা কম নয়। আমি আশান্বিত হয়েছি, এত কম বয়সে তোমরা রাষ্ট্র নিয়ে কত গভীরে চিন্তা করছ। তোমরা আমাদের ভবিষ্যৎ​, তোমরা আমাদের একটা সুন্দর রাষ্ট্র উপহার দেবে।’

মির্জা ফখরুল যুবসমাজকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘দেশে গণতান্ত্রিক ব্যবস্থা যদি না থাকে, তাহলে আমরা ‍যতই বলি না কেনো টেকসই উন্নয়ন কিছুতেই সম্ভব হবে না। আজ বাংলাদেশের যারা তরুণ–যুবক, তাদের মধ্যে রাজনৈতিক সচেতনতা আরও বৃদ্ধি করা প্রয়োজন।’

এই ভার্চ্যুয়াল মেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জোবায়দা রহমান উপস্থিত ছিলেন। বিজ্ঞান মেলার গ্র্যান্ড ফাইনালে প্রতিযোগীরা তাঁদের তৈরি করা মডেল প্রকল্পের প্রস্তাবনা তুলে ধরেন। বিচারকেরা প্রতিযোগীদের কাছে তাঁদের প্রস্তাবিত প্রকল্পের বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন।
অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরহাদ হালিম ডোনার ফাউন্ডেশনের বিভিন্ন সময়ের কার্যক্রম তুলে ধরেন।