এ দেশে কেউ নিরাপদ না: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ফাইল ছবি

আওয়ামী লীগ সরকারের হাতে দেশের মানুষ নির্যাতনের শিকার হচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ দেশে কেউ নিরাপদ না। আজ বুধবার বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘যে রাজনৈতিক দল গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছে, সেই দলের হাতেই এক যুগ ধরে দেশের মানুষ অত্যাচারিত হচ্ছে। দেশে ত্রাসের রাজত্ব তৈরি করা হয়েছে। স্বাধীনতার চেতনার পরিণতি কি এটা? এ দেশে কেউ নিরাপদ না। এ দেশে রাষ্ট্রীয় সন্ত্রাস এমন পর্যায়ে পৌঁছে গেছে, যেখানে সাধারণ মানুষের জীবন জীবিকা বিপর্যস্ত হয়ে পড়েছে। ’  

বিএনপির বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী থেকে নিজের গাড়িচালকসহ নিখোঁজ হন। ইলিয়াস আলীর প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার আসার পর থেকেই গুম, হত্যা শুরু হলো। গুম মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ।

বিএনপি মহাসচিব বলেন, ‘ইলিয়াস আলীর পরিবার জানে না যে ওরা কী করবে। বাবার জন্য কি কোনো কুলখানি করবে? কোনো কবরের পাশে গিয়ে দোয়া করবে? জানে না বাবা কোথায়। এই নির্মম অত্যাচার, কষ্ট সারা জীবন ওদের বয়ে বেড়াতে হবে।’ রাজনীতি করার কারণে ইলিয়াস আলীকে তুলে নেওয়া হয়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল।

সরকারকে এসব বন্ধ করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ কি দেশ চালায়? কে দেশ চালায়? কার ইঙ্গিতে এই ঘটনা ঘটছে?’ ইলিয়াস আলীসহ যারা গুম হয়েছেন, পরিবারের কাছে তাদের ফিরিয়ে দেওয়া সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা হয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার জন্যই খালেদাকে আটক করা হয়েছে।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, তিনি আগের মতোই আছেন। তবে শারীরিক অবস্থার একটু উন্নতি হয়েছে।