ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে: মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না
ফাইল ছবি

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই সরকারের বিচার করতে হলে ভোটের দিকে তাকালে চলবে না। দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে।

আজ বুধবার বেলা একটার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের নিচতলার মিলনায়তনে এক মতবিনিময় সভায় মাহমুদুর রহমান এসব কথা বলেন। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি থেকে মুক্তির লক্ষ্যে ১১ দফা দাবি তুলে ধরতে এই মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় সংহতি মঞ্চ।

সভায় মাহমুদুর রহমান বলেন, সরকারের দুই নম্বরি রুখে দিয়ে প্রতিবাদ করতে হবে। আন্দোলন করে এই সরকারের পতন ঘটাতে হবে; তারপর নির্বাচন।

সভাপতির বক্তব্যে জাতীয় সংহতি মঞ্চের প্রধান সমন্বয়কারী এ কে এম আশরাফুল হক বলেন, রাজপথের কর্মসূচি ছাড়া বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি মিলবে না। এই দুঃশাসন থেকে মুক্ত করতে জাতিকে বৃহত্তর আকারে ঐক্যবদ্ধ হতে হবে।

জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন দরকার।

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেন, এই অসহনীয় অবস্থা থেকে মুক্তি প্রয়োজন। মানুষ মুক্তি চায়।

সভায় এবি পার্টির সদস্যসচিব মুজিবুর রহমান, বাংলাদেশ আইডিয়াল পার্টির চেয়ারম্যান কে এম ইব্রাহীম খলিল, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক উবায়দুর রহমান খান প্রমুখ বক্তব্য দেন।