ওয়ার্কার্স পার্টির কংগ্রেস নভেম্বরে

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি তাদের দশম কংগ্রেস করতে যাচ্ছে। আগামী নভেম্বরে চার দিনব্যাপী বামপন্থী এই রাজনৈতিক দলটির কংগ্রেস অনুষ্ঠিত হবে।

আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি জানায়, এ বছরের ২ থেকে ৫ নভেম্বর পর্যন্ত ঢাকায় দশম কংগ্রেস অনুষ্ঠিত হবে। গত ২১ জুন শুক্রবার রাজধানীর তোপখানা রোডের ফেনী সমিতি মিলনায়তনে কেন্দ্রীয় কমিটি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় কমিটির সভা চলে ২২ জুন পর্যন্ত।

সভায় দলের সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা কংগ্রেসের লক্ষ্যে রাজনৈতিক প্রস্তাব, রাজনৈতিক সাংগঠনিক রিপোর্টে ও গঠনতন্ত্র সংশোধনী বিষয়ে দলিল উপস্থাপন করেন। এসব নিয়ে কেন্দ্রীয় কমিটির সদস্যদের আলোচনা শেষে কংগ্রেস দলিলগুলো গৃহীত হয়।

এ ছাড়া আগামী অক্টোবরের মধ্যে জেলা সম্মেলন ও ১৫ আগস্টের মধ্যে পার্টি সভ্য পদ নবায়ন করার সিদ্ধান্ত গৃহীত হয় কেন্দ্রীয় কমিটির বৈঠকে।

দু দিনব্যাপী সভায় আলোচনায় অংশ নেন দলের পলিটব্যুরো সদস্য বিমল বিশ্বাস, আনিসুর রহমান মল্লিক, সুশান্ত দাস, ইকবাল কবির জাহিদ প্রমুখ।